Home » সংক্রমণের কথা মাথায় রেখে মেদিনীপুর পুরসভা এলাকাতে ১৪ জুলাই পর্যন্ত পূর্ণ লকডাউন

সংক্রমণের কথা মাথায় রেখে মেদিনীপুর পুরসভা এলাকাতে ১৪ জুলাই পর্যন্ত পূর্ণ লকডাউন

by Biplabi Sabyasachi
0 comments

Lockdown news

আরও পড়ুন ঃঝাড়গ্রামে মহিলা খুনের ঘটনায় গ্ৰেফতার ২

পত্রিকা প্রতিনিধিঃ রাজ‍্যজুড়ে কখনো বাড়ছে সংক্রমণ , কখনো আবার তা নিন্মমুখী। তবে গত কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুর(West Medinipur) জেলাতে তুলনামূলক ভাবে করোনার সংক্রমণ বেড়েই চলেছে রাজ্যের অন্যান্য জেলাগুলির মধ্যে। আর এই পরিস্থিতিতে একাধিক পদ্ধতি অবলম্বন করেও কোনভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। তা এই পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা(District) প্রশাসনের একটি জরুরি বৈঠক হয়। সেখান থেকে নেওয়া সিদ্ধান্ত অনুসারে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে “মেদিনীপুর(Medinipur) পুরসভা (Municipality) এলাকাতে আগামী ১৪ ই জুলাই পর্যন্ত পূর্ণ লকডাউন(Lockdown) থাকবে। জরুরী পরিষেবা ছাড়া সমস্ত বন্ধ থাকবে। বুধবার সকাল থেকে এ বিষয়ে বিস্তারিত মাইকিং করে ঘোষণা করবেন পুলিশ (Police) প্রশাসনের আধিকারিকরা।”

ফাইল চিত্র

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, “ইতিমধ্যে মাইক্রো কনটেনমেন্ট” জোনের অধীনে পড়ছে সমগ্র মেদিনীপুর (Medinipur)ও খড়্গপুর (Kharaper) পুরসভা (Municipality) । পাশাপাশি এই জেলার নারায়ণগড় , কেশিয়াড়ী গড়বেতা ৩ সহ ঘাটালের বিস্তীর্ণ এলাকাকে ইতিমধ্যে গন্ডীবদ্ধ করা হচ্ছে বলে একথা জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক(District Magistrate) ডঃ রশ্মি কমল।

প্রসঙ্গত, করোনায়(Corona)উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। রাঢ়বঙ্গের এই জেলার দৈনিক সংক্রমণ এখন রাজ্যের মধ্যে সর্বোচ্চ। বিগত ২৪ ঘণ্টায় একমাত্র পশ্চিম মেদিনীপুরের(Medinipur) করোনার সংক্রমণই ১০০-র উপরে। বাকি সব জেলায় অর্থাৎ ২২টি জেলায় ১০০-র নিচে সংক্রমিতের সংখ্যা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Lockdown news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.