বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শালবনীতে জিন্দলদের পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস শেষে মেদিনীপুর শহরে ফিরেই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে গেলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। ঘুরে দেখলেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। খতিয়ে দেখলেন নিরাপত্তা সহ সিসিটিভি। রোগী মৃত্যু ও পরিকাঠামো নিয়ে একাধিকবার শিরোনামে উঠে এসেছিল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। কখনও চিকিৎসকদের গাফিলতি, কখনও নিম্নমানের ওষুধ সরবরাহ। যা নিয়ে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলেই ক্ষোভ-বিক্ষোভ, এমনকি ভাঙচুরের ঘটনাও ঘটেছিল।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

গত জানুয়ারি মাসে সিজারের পর পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যে একজনের মৃত্যুও হয়। সেই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল সারা রাজ্যে। অভিযোগ উঠেছিল কালো তালিকাভুক্ত স্যালাইন ব্যবহারের। আবার চিকিৎসকদের গাফিলতির অভিযোগে বেশ কয়েকজন জুনিয়র ও সিনিয়র চিকিৎসককে সাসপেন্ড করেছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। পরে যদিও জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন অর্ডার প্রত্যাহার করে নেয়। রোগীর আত্মীয়দের অভিযোগ রয়েছে, সিনিয়র চিকিৎসকদের হাসপাতালে নিয়মিত দেখতে না পাওয়া নিয়ে।

সোমবার বিকেলে হাসপাতাল পরিদর্শনে গেলেন রাজ্যের মুখ্যসচিব। ছিলেন জেলা শাসক খুরশিদ আলি কাদেরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ হাসপাতালের সুপার ও অধ্যক্ষা। মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং, হাসপাতালের মেডিসিন, শিশু, মাতৃমা ভবন সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। কলেজের অধ্যক্ষা মৌসুমী নন্দী বলেন, “মেডিকেল কলেজ এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেছেন। নতুন ক্রিটিক্যাল কেয়ার বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানেও পরিদর্শনে যান। কন্ট্রোল রুম সহ পুরো হাসপাতালটি পরিদর্শন করেন। আমাদের যা সমস্যা ছিল তা আলোচনা হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Medical College
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper