বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মকর সংক্রান্তি অর্থাৎ মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন এক ব্যক্তি। বুধবার জঙ্গলের ভেতরে থাকা একটি জলাশয়ে স্পিড বোর্ট দিয়ে তল্লাশি চালায় সিভিল ডিফেন্সের কর্মীরা। তাতেও খোঁজ মেলেনি। অবশেষে শুক্রবার বিকেলে সেই জলাশয়েই ভেসে ওঠে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here
2/3. ঘটনাটি মেদিনীপুর সদরের গুড়গুড়ি পাল থানার ভাদুলিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম কিষাণ মান্ডি (৪৫)। বাড়ি ওই থানার ভাদুলিয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মকর সংক্রান্তির দিন স্নান করতে জঙ্গলের ভেতরে থাকা জলাশয়ে গিয়েছিল কিষাণ। তারপর আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন ও গ্রামবাসীরা বিভিন্ন জায়গায় খোঁজখবর চালালেও তার সন্ধান পায়নি।
আরও পড়ুন : Medinipur Hospital : মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুতে ফের উত্তেজনা, তদন্তে রাজ্য স্বাস্থ্য দপ্তরের টিম
আরও পড়ুন : Medinipur Hospital : ৬ ঘন্টার টানা জিজ্ঞাসাবাদ সিআইডির, মেদিনীপুর হাসপাতাল থেকে নিয়ে গেল একাধিক তথ্য
3/3. বুধবার সকালে তার সাইকেল ও জামা কাপড় ওই জলাশয়ের পাশে পড়ে থাকতে দেখেন। তখনই সন্দেহ বাঁধে জলে ডুবে গিয়েছে বলে। খবর যায় গুড়গুড়িপাল থানায়। পরে সিভিল ডিফেন্সের লোকজন এসে ওই জলাশয়ে স্পিড বোর্ট চালিয়েও তার কোন খোঁজ পায়নি। অবশেষে শুক্রবার বিকেলে ওই জলাশয়ে তাকে ভেসে উঠতে দেখেন স্থানীয় মানুষজন। পুলিশ এসে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : Makar Snan and Mela : শিলাবতী নদীতে গঙ্গা পুজো! মকর সংক্রান্তিতে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Dead Body Found Floating in Pond
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper