Lok Sabha Election
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচন। শনিবার এই দুই কেন্দ্রের নির্বাচন ঘিরে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। তার আগের দিন ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোট কর্মীরা। শনিবার মেদিনীপুর কলেজ-কলেজিয়েট ময়দান থেকে নির্দিষ্ট কেন্দ্রে চলে গিয়েছেন। শান্তিপূর্ণ ভোট গ্রহনের লক্ষ্যে বাড়তি সতর্কতা রাখা হচ্ছে কেশপুরে। জেলার দুটি কেন্দ্রে ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে।
সঙ্গে থাকছে কয়েক হাজার রাজ্য পুলিশ। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে মোট বুথ রয়েছে ১৯৪৫টি। তার মধ্যে মহিলা পরিচালিত বুথ ১১ টি। মডেল বুথও ১১ টি। ভোটার রয়েছে ১৮ লক্ষ ১১ হাজার ২৪৩। ভোট কর্মী ১০ হাজার জন। প্রতিটি বুথেই থাকছে ক্যামেরা ও ওয়েবকাস্টিং। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ৩১৩ টি বুথ ঝুঁকিপূর্ণ। ঘাটাল লোকসভা কেন্দ্রে মোট বুথ রয়েছে ২০৯৫ টি। তার মধ্যে মহিলা পরিচালিত বুথ ৯ টি। মডেল বুথও ৯ টি। ভোটার রয়েছে ১৯ লক্ষ ৩৯ হাজার ৯৪৫। ভোট কর্মী ১১ হাজার জন।
Lok Sabha Election
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
আরও পড়ুন : “আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি”! ঝাড়গ্রামে মাধ্যমিকে প্রথম অন্বেষার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং
প্রতিটি বুথেই থাকছে ক্যামেরা ও ওয়েবকাস্টিং। ওই কেন্দ্রে ৩২০ টি বুথ ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ বুথগুলিতে নিরাপত্তার জন্য চারজন কেন্দ্রীয় বাহিনী জওয়ান ও কুইক রেসপন্স টিম থাকছে বলে জানা গিয়েছে। তবে ভোট কর্মীদের মধ্যে অধিকাংশরই পূর্বে ভোট গ্রহণের অভিজ্ঞতা থাকলেও, কিছুটা হলেও আতঙ্কে নতুন ভোট কর্মীরা। সেই জায়গা থেকে সেন্ট্রাল ফোর্স অবশ্য বুকে বল জোগালেও, কী হবে পরিস্থিতি? কেমন হবে বুথের পরিবেশ? সব সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়েও ইতিমধ্যেই টেনশন শুরু হয়েছে নতুন ভোট কর্মীদের।
আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা
আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Lok Sabha Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper