ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রবিবারের ছুটিতে ঘাটাল শহর থেকে প্রায় ১২ কিমি দূরে ক্ষীরপাই সংলগ্ন কেঠিয়া নদীর মনোরম পরিবেশে আড্ডা দিতে গিয়েছিল ঘাটালের রোহিত মোদক সহ তার বন্ধুরা। দুপুর ১২ টা নাগাদ তারা সকলেই নদীতে স্নান করতে নামে। রোহিতের অন্যান্য বন্ধুরা জানায়, স্নান করতে নেমে স্রোতের কবলে কিছুটা দূরে চলে যায় রোহিত। সেই সময় তার হাত ধরে টেনে তোলার চেষ্টা করলেও স্রোতের তীব্র গতি রোহিতকে টেনে নেয়। রোহিত সাঁতার জানতো না।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সেই সময় চিৎকার করে পার্শ্ববর্তী লোকজনদের ডাকতে ডাকতেই রোহিত নিমেষে তলিয়ে যায়। রোহিত সহ তার অন্যান্য বন্ধুরা ঘাটাল বিদ্যাসাগর স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্র। রোহিতের বাড়ি ঘাটাল শহরের কোন্নগরে। তলিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্ষীরপাই আউটপোষ্ট থানার পুলিশ। পুলিশের নজরদারিতে দুপুর থেকে টানা তল্লাশি চলে কেঠিয়া নদীতে। পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে স্থানীয় জেলেদের নামানো হয় নদীর বেশ কিছু এলাকাজুড়ে।
School Student Drowned
আরও পড়ুন : ঘাটালের ঝুমি নদীতে হড়কা বান আর পানার চাপে হুড়মুড়িয়ে ভেঙে গেল পর পর ৬ টি সেতু
আরও পড়ুন : অবৈধ কাঠ চেরাই মেশিন তুলে নিয়ে গেল বন দফতর
পরে মেদিনীপুর থেকে আনা হয় ডুবুরি। সন্ধযা পর্যন্ত টানা তল্লাসি চললেও তলিয়ে যাওয়া রোহিতকে পাওয়া যায়নি। তল্লাসি চলাকালীন খবর দেওয়া হয় বাঁকুড়ার জাতীয় উদ্যারকারী টিমের সদস্যদের। সন্ধযা নাগাদ বাঁকুড়া থেকে ক্ষীরপাইয়ে পৌঁছায় জাতীয় উদ্ধারকারি টিমের সদস্যরা। রাতে টেকনিক্যাল কারণে জলের মধ্যে তল্লাসি করতে সমস্যা থাকায় আজ সকাল থেকে জাতীয় উদ্ধারকারি টিমের সদস্যরা তাল্গলাসি চালাবেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় হা-হুতাশ ছাত্রের পরিবারে।
আরও পড়ুন : রাজ্য সরকারের প্রায় তিন কোটি টাকা বিশেষ বরাদ্দ পেল ঘাটাল পুরসভা
আরও পড়ুন : কয়েকবছরে অনেকটাই বদলেছে বীরসিংহ! সাড়ে ১১ কোটি টাকার ২০ টি প্রকল্পের শিলান্যাস আগস্ট মাসে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
School Student Drowned
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper