The incident of urinating on the BJP worker’s face in Garbeta is baseless, the police claimed
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মুখে প্রস্রাব করার ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন, সোমবার এমনটাই জানিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উল্লেখ্য, গড়বেতার মায়তা এলাকায় বিজেপির পোলিং এজেন্ট বরুন রুইদাসকে বাজার থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। জল চাইলে তাঁর মুখে প্রস্রাব করে দেওয়া হয় বলেও অভিযোগ। রাজ্য বিজেপির সহ-সভাপতি শমিত দাসের বক্তব্য, “তৃণমূলের লোকজন আমাদের কর্মীর থেকে টাকা চেয়েছিল পিকনিক করবে বলে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
ওই বিজেপি কর্মী অত্যন্ত গরিব। টাকা দিতে না পারলে তাঁকে মারধর করে তৃণমূল কর্মীরা। ওই সব তৃণমূল কর্মী মত্ত অবস্থায় ছিল। মার খাওয়ার পর আমাদের ওই কর্মী জল চাইলে তাঁর মুখে প্রস্রাব করে দেওয়া হয়।” যদিও বিজেপির তোলা ওই অভিযোগকে ‘আষাঢ়ে গল্প’ বলে আখ্যা দিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা। এবার বিজেপির সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। তিনি জানিয়েছেন, ঘটনার তদন্তে নেমে দেখা গিয়েছে প্রস্রাব করার ঘটনা ঘটেনি। মারধরের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।”
Garbeta
আরও পড়ুন : খড়্গপুরে রেল লাইনে ট্র্যাকের সংযোগস্থলে পাথর ও কাঠের টুকরো রেখে দুর্ঘটনার ছক, গ্রেফতার যুবক
আরও পড়ুন : পাঁচ লক্ষ চারা গাছ রোপণের মধ্য দিয়ে মেদিনীপুর বনবিভাগে পালিত হবে ‘বনমহোৎসব’
জেলা পুলিশের পক্ষ থেকে একটি টুইটে বরুনের স্ত্রীর থানায় জানানো লিখিত অভিযোগপত্র ও বরুনের মেডিক্যাল কাগজ পোস্ট করা হয়েছে। তাতে দেখা গিয়েছে বরুনের স্ত্রী রূপা রুইদাসও অভিযোগ পত্রে মারধরের বিষয়টি উল্লেখ করলেও প্রস্রাবের কথা উল্লেখ করেন নি। মেডিক্যাল রিপোর্ট বলছে তাঁকে শারীরিক মারধর করা হয়েছে এবং তিনি মদ্যপ। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “ঘরছাড়া নিয়ে নাটক করছে বিজেপি। জেলায় কতজন ঘরছাড়া রয়েছে তাঁর নামের তালিকা পুলিশকে দিক এবং আমাকে দিক। দায়িত্ব নিয়ে বলছি সবাইকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসব। একটা আঁচড় লাগতে দিব না। সম্পূর্ণ নিরাপদে বসবাস করবে।”
আরও পড়ুন : হাতি তাড়াতে গিয়ে হাতির হানায় মৃত্যু হুলা টিমের দুই সদস্যের, জখম এক
আরও পড়ুন : কেশপুরে জয়ী অভিষেক ব্যানার্জীর পছন্দের প্রার্থী, বিরুদ্ধে থাকা কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Garbeta
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper