ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আগেই সমাবেশ থেকে জানিয়েছিলেন কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে কাজ করে টাকা না পাওয়া জবকার্ড হোল্ডাররা চিঠি পাঠাবে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। সেই মতই রবিবারই চিঠি পাঠানো শুরু করে দিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের জবকার্ড হোল্ডাররা। নেতৃত্বে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রবিবার নারায়ণগড় ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের খালিনাতে জব কারধারী ১০০ দিনের কাজের মজুরি প্রাপকরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখে পাঠানো শুরু করলেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
নিজেদের দাবি উল্লেখ করে চিঠি লিখে খামে ভরে জমা করছেন তৃণমূল নেতারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এক কোটি চিঠি পাঠাবেন দিল্লিতে। আর এই বার্তার পর নারায়ণগড় ব্লকের বাখরাবাদ পঞ্চায়েতের খালিনা বুথে তৃণমূল কর্মী সমর্থকরা ১০০দিনের জব কার্ড হোল্ডারদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন৷ তারপর একে একে চিঠি লিখেন এবং সেই চিঠি খামের মধ্যে ভর্তি করে দেন। এই কর্মসূচি সারাদিন নারায়ণগড় ব্লক জুড়ে করা হয়েছে।
খালিনার তৃণমূল নেতা তথা এসসি সেলের সভাপতি সুশান্ত ধল বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আজকে আমরা যারা জবকার্ড হোল্ডার, যারা ১০০ দিনের কাজ করেছেন মজুরি পাননি, দলমত নির্বিশেষে সেই সমস্ত মানুষজনকে আহবান করেছি। তারা আমাদের এখানে এসে চিঠি লিখে কেন্দ্রের কাছে পাঠানোর জন্য দিয়েছেন। আমরা তা জমা করছি। পরে পাঠানো হবে।” বিজেপির জেলা সহ সভাপতি অরুপ দাস বলেন, “এই সব নাটক করে কোনো লাভ হবেনা। কেন্দ্র টাকা দিতে প্রস্তুত সর্বদা। কিন্তু ওনারা যে টাকা নিয়েছেন সেটারই হিসেব দিতে পারেন নি। সেই কেচ্ছা ঢাকতেই এই সব নাটক। পুরনো টাকার হিসেব দিলেই নতুন করে পাবে।”
আরও পড়ুন : শিশুকে মৃত বলে শংসাপত্র, সমাধি দিতে গিয়ে বেঁচে উঠলো শিশু! চরম গাফিলতি সরকারী হাসপাতালে
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে মৃত ব্যক্তির সাফল্য কামনায় প্রধানের শংসাপত্র! ভাইরাল সোশ্যাল মাধ্যমে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Letter to Prime Minister
– Biplabi Sabyasachi Largest