SSC Corruption and politics are the victims of canceled candidates, if my brother gets 12 marks, I will leave ministry said Srikanta Mahata
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি’র ‘গ্রুপ সি’ পদ থেকে চাকরি গিয়েছে রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতর ভাই খোকন মাহাতর। রাজ্যে হেভি ওয়েট নেতাদের পরিবারের চাকরি যাওয়া নিয়ে যে তোলপাড় শুরু হয়েছিল, সেই সমালোচনার শীর্ষ তালিকায় ছিল শ্রীকান্ত মাহাতর ভাইয়ের নামও। শনিবার মেদিনীপুরে সাংবাদিক সম্মেলনে চাকরি যাওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন শ্রীকান্ত মাহাত।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
তিনি বলেন, “আমার ভাই কখনো ১২ পেতে পারে না, এমন হলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো।” সম্প্রতি হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি পদ থেকে এসএসসি যে বাতিলের তালিকা প্রকাশ করেছে, তাতে নাম ছিল শালবনীর বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতর ভাই খোকন মাহাতর। প্রকাশিত OMR এ শিটে দেখা গিয়েছে তিনি পেয়েছেন মাত্র ১২। নম্বর বাড়িয়ে করা হয়েছিল ৫৫। তাই OMR শিটে নম্বর বিকৃতির অভিযোগ করে বাতিল করা হয়েছে তার চাকরি। এই নিয়ে রাজনৈতিক একাধিক চাপান উতোর তৈরি হয়েছে জেলায়।
SSC Corruption
বিভিন্ন দিক থেকে সমালোচনা ও জল্পনার পর শ্রীকান্ত মাহাত মেদিনীপুরে শনিবার তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, “যে পদ্ধতিতে চাকরি বাতিল করা হয়েছে তাতে অনেকগুলি প্রশ্ন রয়েছে। বিভিন্ন প্রার্থীর নম্বর বিভিন্ন রকম দেখানো হয়েছে সার্ভার থেকে। সার্ভার যে সঠিক কথা বলছে সেটা তো এখনো প্রমাণ হয়নি। তার ফরেনসিক পরীক্ষার প্রয়োজন রয়েছে। সেটা না করেই চাকরি বাতিল করে আসামি সাজিয়ে দেওয়া হল। সংবাদ মাধ্যম সহ সমস্ত স্থানে প্রচন্ডভাবে মানহানি করা হলো চূড়ান্ত সিদ্ধান্তের আগে।
আরও পড়ুন : মেদিনীপুর পৌরবোর্ডের বর্ষপূর্তি উদযাপন পৌরসভার, কটাক্ষ বিরোধীদের
আরও পড়ুন : জ্বালানি সংগ্রহের নামে গাছ কাটার অভিযোগ মেদিনীপুর সদরে, বাজেয়াপ্ত করল বন দফতর
এই ত্রুটি সম্পূর্ণভাবে পর্ষদের। আমরা হার্ড কপি সহ সমস্ত জিনিসের ফরেনসিক পরীক্ষার দাবি করে মামলা করছি। আমার ভাই ১২ পেতে পারেনা, ও এই নম্বর পেলে আমি মন্ত্রীত্ব ছেড়ে দেবো।” শ্রীকান্ত মাহাতর মন্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাস বলেন, “দুর্নীতির শিকড়ে পৌঁছাতে তদন্তকারীরা খুব শ্রীঘ্রই শ্রীকান্ত মাহাতোঃর কাছে পৌঁছবে। তাই শ্রীকান্ত মাহাতর এই ধরনের মন্তব্য। উনি নিজেও একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গিয়েছে। চাপ আসছে দেখে পর্ষদকে দোষী করার চেষ্টা করছে।”
আরও পড়ুন : ঘাটালে ১৩ বছরের নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক
আরও পড়ুন : ঘাটালে হাসপাতালের বেডে বসেই ইংরেজি পরীক্ষা দিল চার অসুস্থ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
SSC Corruption
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper