ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে এলো। বেআইনি কাঠ চেরাই মিল সিল করতে গিয়ে উঠে এল বন দফতরের বিনা অনুমতিতে গাছ কাটার অভিযোগ। শোরগোল পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। এগারো মাস আগে জেলায় হইচই ফেলে দিয়েছিল বেআইনিভাবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গাছ কাটা। যাকে কেন্দ্র করে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। পদক্ষেপ নিতে দেরি হওয়ায় ক্ষুব্ধ তিনি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
দুর্নীতিতে রং না দেখে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গ্রেফতার হয়েছিলেন কড়সা গ্রাম পঞ্চায়েত প্রধান। সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় আবারও বন দফতরের অনুমতি ছাড়া অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠল। জানা গিয়েছে গড়বেতা-৩ ব্লকের কড়সা গ্রাম পঞ্চায়েতের ছোটতারা ফলের বাগানে বেশ কিছু আকাশমণি গাছ ছিল। সেই গাছগুলি বন দফতরের অনুমতি ছাড়াই কেটে ফেলা হয়েছে। পাচার করে দেওয়া হয়েছে কাঠ চেরাই মিলে।
Illegal Tree Cutting
বন দফতর সূত্রে জানা গিয়েছে, গুইয়াদহ এলাকায় একটি অবৈধ কাঠ চেরাই মিল চলছিল। কয়েক মাস আগে সিল করাও হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই মিলে হানা দেয় চন্দ্রকোণা রেঞ্জের বন কর্মীরা। সেখানে বেশ কিছু আকাশমণি গাছের গুড়ি (লগ) পড়ে থাকতে দেখেন। মিল মালিককে জেরা করে জানতে চান ওই কাঠগুলির বৈধ কাগজপত্র। কিন্তু বৈধ কাগজ দেখাতে পারেন নি মিল মালিক। কাঠ চেরাই মিলটি সিল ও ৫৪ টি গাছের গুড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি তার কাছ থেকে জানতে পারেন কড়সা গ্রাম পঞ্চায়েতের ছোটতারা ফলের বাগান থেকে এই আকাশমণি গাছগুলি আনা হয়েছে।
আরও পড়ুন : মেদিনীপুর শহরে সরকারি হোমের ভেতরে আগুন, নেভালো দমকল
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর বারংবার নির্দেশনামা সত্বেও আজও অধরা বীরসিংহ গ্রামে বর্ণপরিচয় গেট তৈরির কাজ
বন দফতর হানা দেয় সেখানেও। গিয়ে দেখতে পান জেসিবি মেশিন দিয়ে গাছের গোড়া পর্যন্ত উপড়ে ফেলা হয়েছে প্রমাণ লোপাটের জন্য। তার মধ্যেও সাতটি গাছের গোড়ার অংশ দেখতে পান। এরপরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বন দফতর। সূত্রের খবর, পুলিশ এবং গড়বেতা-৩ ব্লকের বিডিও-কে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চিঠি করেছে বন দফতর। কে বা কারা গাছগুলি কেটেছে তা খতিয়ে দেখছে। এর আগেও কড়সা গ্রাম পঞ্চায়েতে অবৈধভাবে সরকারি জায়গায় গাছ কেটে ফেলার অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছিল। তারপরও মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে শিরোনামে কড়সা।
আরও পড়ুন : অনির্দিষ্টকালের ডাকা অবরোধ উঠল আদিবাসী সংগঠনের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Illegal Tree Cutting
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper