ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ টাকায় কোন কাজ কতটা সঠিক ভাবে হয়েছে তা সরেজমিনে ক্ষতিয়ে দেখতে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকের প্রত্যন্ত এলাকায় ঘুরছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। সেই লক্ষ্যে গত দু’দিন ঘাটাল ব্লকের কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে কেন্দ্রীয় প্রকল্পের নানান কাজ ক্ষতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
প্রতিনিধি দলের সামনে উঠে আসে নানান ক্ষতিয়ান। কয়েকটি বিষয়ে তাঁরা বিস্ময় প্রকাশ করেন। তাঁরা দেখেন কোথাও দোতলা বাড়ির পাশেই যে আবাস যোজনার বাড়ি রয়েছে সেটা অব্যবহিত অবস্থায়। আবার কোথাও আবাস যোজনার বাড়ি ব্যবহার হচ্ছে গোয়ালঘর হিসেবে। বাড়ির মালিক থাকেন অন্যত্র। কেন্দ্রীয় প্রতিনিধিদের সামনে এই অনিয়ম ধরিয়ে দিতে দেখা যায় এলাকারই কয়েকজনকে, তাঁরা এলাকায় বিরোধী মুখ হিসেবেই পরিচিত।
Central Delegation Team
কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের হাতে বেশ কিছু ফাইল থাকতে দেখা যায়। সেই ফাইলের বাছাই করা কয়েকটি প্রকল্পের নিদর্শন দেখেন তাঁরা। তার পাশাপাশি তাঁদের সামনে কেউ কোনও অনিয়ম তুলে ধরলে সেই বিষয়টাও নজর করে দেখছেন তাঁরা। সমস্ত বিষয় তাঁদের নজরে যা উঠে আসছে সবটাই ছবি সহ নথিভুক্ত করেন তাঁরা। সোমবার কেন্দ্রীয় প্রকল্পের অনিয়ম প্রসঙ্গে ঘাটাল ব্লকের চৌকা এলাকার বাসিন্দা তথা বিরোধী মুখ হিসেবে পরিচিত পঞ্চানন মাজি বলেন, ‘বেশ কিছু প্রকল্পের বোর্ড পড়েছে কিন্তু কাজ হয়নি।
আরও পড়ুন : অষ্টম প্রহর অনুষ্ঠানের বাজার করতে বেরিয়ে মেদিনীপুর শহরে মালগাড়ি ধাক্কায় মৃত্যু হল যুবকের
এ বিষয়ে ওই এলাকার প্রদীপ সাঁরতা নামে এক শাসক ঘনিষ্ঠ বলেন, ‘বিরোধীরা কেন্দ্রীয় দলকে ভুল তথ্য দিচ্ছে, যে বোর্ড পড়ার কথা বলা হচ্ছে তার মাস্টাররোল বের হয়নি, তাই কাজ হয়নি।‘ প্রসঙ্গত, গত দু,দিন ঘাটালে কেন্দ্রীয় প্রতিনিধি টিম আসা নিয়ে রাজনৈতিক মহলের পাশাপাশি উদ্বেগ দেখা যায় সাধারণ মানুষের মধ্যেও। কেন্দ্রীয় দলের সাথে দেখা যায় স্থানীয় ব্লক প্রশাসন, গ্রাম পঞ্চায়েত প্রশাসনের কর্তাদের।
আরও পড়ুন : মেদিনীপুর শহরে দোতলা বাড়িতে ভয়াবহ আগুন, সামাল দিতে হিমশিম দমকল
আরও পড়ুন : ক্ষীরপাইয়ের বস্তিতে ভয়াবহ আগুণ! রাতের অন্ধকার ভেদ করে আকাশে উঠল লেলিহান শিখা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Central Delegation Team
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper