ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের পশ্চিম মেদিনীপুরের কেশপুর শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত। ঘটনায় বেশ কয়েকজন মহিলা ও পুরুষ জখম হয়ে ভর্তি মেদিনীপুর হাসপাতালে। আক্রান্তদের অভিযোগ “তৃণমূল বিধায়ক শিউলি সাহা ও তৃণমূল ব্লক সভাপতি অনুগামীরা হামলা করেছে।” অভিযোগ অস্বীকার করে ব্লক তৃণমূল সভাপতির দাবি “এটা পারিবারিক ঘটনা”।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
মঙ্গলবার কেশপুরের খেতুয়া এলাকাতে তৃণমূলের একটি গোষ্ঠী পিকনিকের আয়োজন করেছিল। পিকনিক স্পট সংলগ্ন এলাকায় থাকা তৃণমূলের অপরগোষ্ঠীর মধ্যে ওই দিনই তর্কবচসা তৈরি হয়েছিল। সেই তর্ক বচসার জের থেকে বুধবার সকালে শাঁকপুর গ্রামে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। গ্রামে বেশ কয়েকটি পরিবারের মধ্যে মারধরে জখম হন কয়েকজন গৃহবধূ ও যুবক।
তাদের প্রথমে উদ্ধার করে ভর্তি করা হয় কেশপুর হাসপাতালে, পরে সেখান থেকে রেফার করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আক্রান্ত যুবক নাজমুল হক বলেন, “শিউলি সাহা কেশপুরে এলেই তার অনুগামীদের প্ররোচনা দিয়ে এ ধরনের সংঘর্ষ প্রায় ঘটিয়ে থাকে। আজকেও তাই হয়েছে। বিনা কারণে ওদের লোকজন এসে আমাদের লোকজনদের উপর হামলা করেছে।
এক গর্ভবতী গৃহবধূ সহ বেশ কয়েকজন মহিলা আক্রান্ত হয়েছেন। তাদেরকে কেশপুর আনা হয়েছিল পরে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো আক্রমণটা ঘটিয়েছে শিউলি সাহা ও ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যোত পাঁজার লোকজন।” অভিযোগ অস্বীকার করেছেন ব্লক তৃণমূলের সভাপতি প্রদ্যোত পাঁজা। তিনি বলেন, “এর সঙ্গে তৃণমূলের বা দলের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ পারিবারিক ঘটনা।
একদল লোকজন মিথ্যা অভিযোগ করে দলের বদনাম করার চেষ্টা করছে। পুলিশকে বিষয়টা দেখার অনুরোধ করেছি।” ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন কেশপুর থানার পুলিশ। ঘটনায় বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “সমাজবিরোধীরায় কেশপুরের রাজনীতিকে কন্ট্রোল করে। তারা সব তৃণমূলে ঢুকেছে। তৃণমূলের দ্বন্দ্ব তৃণমূল মেটাক। এতে সাধারণ মানুষের যেন অসুবিধা না হয়।”
আরও পড়ুন : মেদিনীপুরে ঘুড়ির সিন্থেটিক মাঞ্জা সুতোর বিরুদ্ধে অভিযান পুলিশ ও মেদিনীপুর পৌরসভার
আরও পড়ুন : হাতির গতিপথে বাধা! ভাঙল বাড়ি, মৃত্যু গবাদি পশুর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Keshpur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper