Home » Big Fish : জালে পড়ল প্রায় ১১ কেজি ওজনের বিশাল মাগুর! মাছ দেখে চক্ষু চড়কগাছ মালিকের

Big Fish : জালে পড়ল প্রায় ১১ কেজি ওজনের বিশাল মাগুর! মাছ দেখে চক্ষু চড়কগাছ মালিকের

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাতের বেলায় পুকুরের জলে কাছাড় খেতো আর তার শব্দে ভয় পেতেন পাশের বাড়ির বাসিন্দারা। তাদের মুখ থেকেই প্রায়শই পুকুরের মালিক শুনতেন আপনার পুকুরে কিছু একটা আছে। এমন কথা শুনেই পুকুরে জল মেরে জাল নামাতেই বিশালাকার মাগুর মাছ ধরা পড়ল জালে। যা দেখে চক্ষু চড়কগাছ পুকুরের মালিক থেকে স্থানীয় বাসিন্দাদের। স্বস্তি ফিরল পড়শী থেকে পুকুরের মালিকের।

সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভার ৫ নং ওয়ার্ড গোঁসাইবাজারে কানাইলাল ঘোষের বাড়ির পেছনে পুকুরে জাল ফেলতেই ধরা পড়ল ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের এবং প্রায় ৩ ফুটের উপর উচ্চতার বিশালাকার মাগুর মাছ।আর এই বিশালাকার মাগুর মাছ ধরা পড়ার খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দা,প্রতিবেশী থেকে আশপাশের এলাকার মানুষজন ভিড় জমান ওই মাগুর মাছ দেখতে।

পুকুরের মালিক কানাইলাল ঘোষের দাবি এতো বড় মাপের মাগুর মাছ তার পুকুরে মিলবে তিনি কল্পনাও করেননি।তবে তিনি জানান,পুকুরে কিছু মাছের চারাপোনা ছেড়ে ছিলেন তার সাথে কিছু মাগুর ছানাও ছিল।কিন্তু সেই মাগুর মাছের ছানা এতো বড় মাপের আকার হয় তার ধারণার বাইরে ছিল।

আরও পড়ুন : প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল! মেদিনীপুর জেলা পার্টি অফিসে মারধর সহ সভাপতিকে

পুকুরের মালিক জানান,পুকুর পাড়ের বাসিন্দা কয়েকজন তাকে প্রায়শই বলতো মাঝেমধ্যে পুকুরে বিকট শব্দের কিছু একটা লাফায়। বিশেষ করে রাতে এমন আওয়াজ পেয়ে ভয় পেতেন পুকুর পাড়ের বাসিন্দারা।তাদের মুখে এমন কথা শুনে এদিন পুকুরের জল মেরে এবং জাল ফেলে দেখা এই বিশালাকার মাগুর মাছ।যা দেখে চক্ষুচড়ক গাছ পুকুরের মালিক থেকে অনেকেরই।

আরও পড়ুন : ডাইন সন্দেহে বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে

আরও পড়ুন : প্রশাসন করেনি! গ্রামবাসীদের উদ্যোগেই শুরু নদীর উপর সাঁকো তৈরি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Big Fish

– Biplabi Sabyasachi Largest Bengali

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.