Diwali 2022 : করোনা পরিস্থিতিতে হতাশা নেমে এসেছিল কুমোর পরিবারগুলিতে। সেইসব কাটিয়ে এখন ব্যস্ততা তুঙ্গে। কালি পূজায় মাটির সরঞ্জাম, দেওয়ালি পুতুল, হাতি-ঘোড়ার চাহিদা রয়েছে। বিশেষ করে জঙ্গলমহলে এর চাহিদা বেশি। জোগান দিতে হিমশিম খেতে হয় শিল্পীদের। এবারেও চাহিদা অনুযায়ী দেওয়ালি পুতুল তৈরিতে হাত লাগিয়েছে কচিকাঁচারাও।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : করোনা পরিস্থিতিতে হতাশা নেমে এসেছিল কুমোর পরিবারগুলিতে। সেইসব কাটিয়ে এখন ব্যস্ততা তুঙ্গে। কালি পূজায় মাটির সরঞ্জাম, দেওয়ালি পুতুল, হাতি-ঘোড়ার চাহিদা রয়েছে। বিশেষ করে জঙ্গলমহলে এর চাহিদা বেশি। জোগান দিতে হিমশিম খেতে হয় শিল্পীদের। এবারেও চাহিদা অনুযায়ী দেওয়ালি পুতুল তৈরিতে হাত লাগিয়েছে কচিকাঁচারাও।
মেদিনীপুর সদরের বেলিয়াতে বেশ কয়েকটি কুমোর বাড়ি রয়েছে। সারা বছর মাটির জিনিস তৈরি করে তা বাজারে বিক্রি করেন। তা থেকেই সংসারের উপার্জন। অন্যান্য বছরের তুলনায় এবছর দেওয়ালি পুতুল বেশি তৈরি হচ্ছে বলেন জানান শিল্পী হারাধন দাস, বঙ্কিম দাসরা। বছর পঁয়ষট্টির হারাধন বাবু জানান, পঞ্চাশ বছর ধরে তিনি এই কাজ করে আসছেন। গত বছর পাঁচশটি দেওয়ালি পুতুল তৈরি করেছিলেন।
Diwali 2022
এবছর চাহিদা বেশি থাকায় এক হাজারের বেশি তৈরি করছেন। তবে তাঁর আক্ষেপ পরিশ্রম অনুযায়ী টাকা মিলে না। বাড়ির ছোট বাচ্চারাও হাত লাগিয়েছে পুতুলে রং দিতে। এবছর দশ হাজার দেওয়ালি তৈরি হয়েছে বেলিয়াতে। সঙ্গে তৈরি হচ্ছে মাটির প্রদীপও। কুমোরদের একমাত্র রোজগারের উপায় মাটির তৈরি জিনিষ। তবে প্রদীপ, দেওয়ালি, হাঁড়ি, সরা, ভাঁড়, ধুনুচির চাহিদা না বাড়লে কুমোর শিল্পীদের জীবন জীবিকা কিভাবে চলবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মোবাইল ‘প্রাপ্তি’
আরও পড়ুন : কুড়মিদের ST তালিকাভুক্ত করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
অপরদিকে জঙ্গলমহলে বাদনা পরবের ধূম। তাতে রোজগারের চেষ্টায় হস্তশিল্পীরা। মেদিনীপুর সদর ব্লকের বেলিয়াতে বাঁশের তন্তু দিয়ে সামগ্রী বানানোর ব্যস্ততা পরিবারগুলিতে। বছরের এই বিশেষ সময়ে বাদনা পরবে বাঁশের তন্তুর তৈরি কুলা, ডালা, ঝুড়ি লাগে। নতুন কুলা বা ডালা ব্যবহারের প্রচলন রয়েছে বাদনা পরবের পুরনো রীতিতে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে হস্ত শিল্পীরা এখন রোজগারের চেষ্টায় মশগুল। বাড়ির কচিকাঁচারাও ব্যস্ত তৈরিতে।
আরও পড়ুন : খড়্গপুরে মুদি দোকানে দুঃসাহসিক ডাকাতি, লুঠ লক্ষাধিক টাকা ও গয়না
আরও পড়ুন : ট্রেনে প্রসব, মেদিনীপুরে হাসপাতালে নিয়ে গেলেন রেলকর্মীরা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Diwali 2022
– Biplabi Sabyasachi Largest Bengali