Snatching at Tamluk : তমলুক শহরে ক্রমশ বাড়ছে ছিনতাইয়ের সংখ্যা। প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইবাজের কবলে পড়লেন পূর্ব মেদিনীপুরে তমলুকের চিকিৎসক পত্নী। ভাঙল কোমরের হাড়। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে । ঘটনায় তদন্তে নেমেছে তমলুক থানার পুলিশ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইবাজের কবলে পড়লেন পূর্ব মেদিনীপুরে তমলুকের চিকিৎসক পত্নী। ভাঙল কোমরের হাড়। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে । ঘটনায় তদন্তে নেমেছে তমলুক থানার পুলিশ।
আরও পড়ুন : পিড়াকাটায় হাতির পালের তাণ্ডব, বনকর্মী ও হুলা টিমকে ঘিরে বিক্ষোভ
তমলুক শহরে ক্রমশ বাড়ছে ছিনতাইয়ের সংখ্যা। তমলুকের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিতা পট্টনায়েক(৬৩) সকালে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ প্রাতঃভ্রমণ বেরিয়ে তমলুকের ১৩ নম্বর ওয়ার্ডের বর্গভিমা মন্দির সংলগ্ন একটি গলিতে হাঁটার সময় হঠাৎই এক দুষ্কৃতী মিতা দেবীর হাতে থাকা ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে।
Snatching
আরও পড়ুন : উমার বিদায়! পুজোর কার্নিভালে মেতে উঠলেন মেদিনীপুরবাসী
সেই সময় তিনি প্রতিরোধ করার চেষ্টা করলে তাঁকে সজোরে ধাক্কা মারে ছিনতাইকারী। রাস্তাতেই লুটিয়ে পড়ে মিতা পট্টনায়েক। ঘটনাস্থলে কিছু ব্যাক্তি ছুটে আসে, তারাই ফোন করে বাড়িতে খবর দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় বাড়ির লোক।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে উত্যক্ত করায় ব্যক্তিকে আছড়ে মারল ক্ষুব্ধ হাতি
অ্যাম্বুলেন্সে করে তমলুকের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন মহিলার কোমরের হাড় ভেঙেছে। অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। অভিযোগ জানানো হয়েছে তমলুক থানায়। তদন্তে তমলুক থানার পুলিশ। এর আগেও কয়েকবার ছিনতাই এর ঘটনা ঘটেছে তমলুক শহরে।
আরও পড়ুন : নিষিদ্ধ থার্মোকল, শারদোৎসবে হতাশ শিল্পীরা
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে চলন্ত বাসে আগুন, বাসের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আহত ২
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Snatching
– Biplabi Sabyasachi Largest Bengali