Midnapore : “প্রথম স্ট্রোক পার্থ, দ্বিতীয় স্ট্রোক কেষ্ট, তৃতীয় স্ট্রোক হলে কোমায় চলে যাবে তৃণমূল।” এমনই কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচিতে হাজির হয়েছিলেন বিজেপি নেতা তথা মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : “প্রথম স্ট্রোক পার্থ, দ্বিতীয় স্ট্রোক কেষ্ট, তৃতীয় স্ট্রোক হলে কোমায় চলে যাবে তৃণমূল।” এমনই কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচিতে হাজির হয়েছিলেন বিজেপি নেতা তথা মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে বাস দুর্ঘটনায় মৃত ও আহতদের ক্ষতিপূরণ, হাসপাতালে হাজির পরিবহন মন্ত্রী
সকালে মেদিনীপুর শহরে জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করেন। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, “মেদিনীপুরে তো সকাল থেকে কাউকে দেখলাম না তৃণমূলের। দলীয় কার্যালয়ে পতাকা তোলার লোকটাও নেই। যা হয়েছে সরকারি কর্মসূচি।” এদিন বৈঠকও করেন কর্মীদের সঙ্গে।
আরও পড়ুন : ঝাড়গ্রামে স্বস্তি দিয়ে মেদিনীপুর সদরে হাতির পাল, ভাঙল বাড়ি
Midnapore
পরে দিলীপ ঘোষ বলেন, “ভাইপো বলছেন স্বচ্ছ ভাব মূর্তি দরকার, পিসি বলছেন কেষ্ট ছাড়া চলবে না। তাই অধীর বাবু ঠিকই বলেছেন ‘এ’ টিম, ‘বি’ টিমের লড়াই চলছে। তবে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ থেকে ভারতবর্ষে শুদ্ধিকরণ শুরু হল। তৃণমূল নেতারা এখন উত্তেজিত হয়ে মারবেন পিটবেন বলছেন।
আরও পড়ুন : মর্মান্তিক! পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৩, আহত ১৭ জন
মনে রাখবেন খালি পায়ে জুতো না পরে জামা কাপড় ছাড়াই দৌড়াতে হতে পারে। শ্রীলঙ্কার মত অবস্থা হবে মানুষ ক্ষেপে রয়েছে। কেষ্টকে রাস্তায় যেতে দেখে কিভাবে মানুষ স্বাগত জানিয়েছে সেটা মনে রাখা দরকার। মাত্র দুটো স্ট্রোক হয়েছে, প্রথম স্ট্রোক পার্থ, দ্বিতীয় স্ট্রোক কেষ্ট, তৃতীয় স্ট্রোক হলে তৃণমূল কোমায় চলে যাবে।”
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে শিলাবতী নদী থেকে উদ্ধার নিখোঁজ কৃষকের মৃতদেহ
আরও পড়ুন : “বিজেপির হয়ে কাজ করছে ইডি-সিবিআই”, দাঁতনে প্রতিবাদ মিছিল
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper