Paschim Medinipur : মদ্যপের হাতে ফের আক্রান্ত হওয়ার ঘটনা। এবার মদ্যপানের টাকা না পেয়ে মেরে স্ত্রী’র মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি মেদিনীপুর সদরের কনকাবতী গ্রাম পঞ্চায়েতের কালগাং এলাকায়। গুড়গুড়িপাল থানায় অভিযোগ জানালে স্বামী বাবাই রানাকে গ্রেফতার করে পুলিশ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মদ্যপের হাতে ফের আক্রান্ত হওয়ার ঘটনা। এবার মদ্যপানের টাকা না পেয়ে মেরে স্ত্রী’র মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি মেদিনীপুর সদরের কনকাবতী গ্রাম পঞ্চায়েতের কালগাং এলাকায়। গুড়গুড়িপাল থানায় অভিযোগ জানালে স্বামী বাবাই রানাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, বাবাই দিনমজুরের কাজ করে।
নিত্যদিন মদ্যপ অবস্থায় এসে অত্যাচার করে স্ত্রী’র উপর। এর আগেও বহুবার মারধর করেছে বলে অভিযোগ। তবে রবিবার কাঠের বাটাম দিয়ে মেরে স্ত্রী’র মাথা ফাটিয়ে দেয়। স্থানীয় হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। বাবাই-এর স্ত্রী’র অভিযোগ, “নিত্যদিন মদ্যপ অবস্থায় এসে গালিগালাজ করে। অনেকসময় মারধরও করেছে। কাজে না গিয়ে প্রায়ই মদ্যপানের জন্য টাকা চাই আমার কাছে।
জোর করে টাকা নিয়ে নেয়। রবিবার টাকা দিতে পারিনি বলে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে।” এরপরই গুড়গুড়িপাল থানায় লিখিত অভিযোগ জানালে স্বামীকে গ্রেফতার করে পুলিশ। এর আগেও রাজ্য জুড়ে মদ্যপানের টাকা চেয়ে না পাওয়ায় মদ্যপের হাতে আক্রান্ত হতে হয়েছে পরিবারের সদস্যদের। ঘটেছে খুন-ধর্ষণের ঘটনাও।
ফলে মদ ও মাদকদ্রব্য বন্ধের লাগাতার দাবি করে এসেছে এসইউসিআই দলের যুব ও মহিলা সংগঠন ডিওয়াইও এবং মহিলা সাংস্কৃতিক সংগঠন। সংগঠনের বক্তব্য, “মদের জন্য ঘরে ঘরে অশান্তি, নারী নিগ্রহের ঘটনা লেগেই আছে। বাড়ির বাইরে মেয়েদের নিরাপত্তা নেই, খুন-ধর্ষণ বাড়ছে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
West Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper