Indian Railway : মেদিনীপুর যাওয়ার পথে মেচেদা স্টেশনে চলন্ত লোকাল ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ করেই পা পিছলে পড়ে যান এক যুবতী। দৃশ্যটি মেচেদা স্টেশনে থাকা আরপি এফ কর্মীর নজরে এলে ওই যুবতীকে বাঁচাতে ছুটে যান। চলন্ত ট্রেন থেকে ওই মেয়েটিকে নামিয়ে তার জীবন বাঁচান ওই দুই কর্মী।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর যাওয়ার পথে মেচেদা স্টেশনে চলন্ত লোকাল ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ করেই পা পিছলে পড়ে যান এক যুবতী। যুবতীর নাম সুদীপ্তা ভৌমিক। তিনি এন সি সি ক্যাডেট। জানা যায়,মেদিনীপুরে এনসিসি ট্রেনিংয়ের জন্য মেছেদাতে বন্ধুদের সাথে ট্রেনে উঠতে গিয়ে হঠাৎই পা পিছলে যায়।
আরও পড়ুন : নার্সিং ছাত্রীর অর্ধনগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ধৃত অভিযুক্ত
দৃশ্যটি মেচেদা স্টেশনে থাকা আরপি এফ কর্মীর নজরে এলে দুই আরপি এফের কর্তব্যরত কনস্টেবল এস.একা ও অঙ্কিতা সিং ওই যুবতীকে বাঁচাতে ছুটে যান। চলন্ত ট্রেন থেকে ওই মেয়েটিকে নামিয়ে তার জীবন বাঁচান ওই দুই কর্মী। আরপিএফ এর তৎপরতায় বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পান সুদীপ্তা। যদিও স্টেশনে থাকা ব্যক্তিরা রেল পুলিশের এমন কাজে খুবই খুশি ।
আরও পড়ুন : “বাংলার মানুষ এখন বুলডোজার চাইছেন,” মেদিনীপুরে এসে বললেন দিলীপ
Indian Railway
প্রত্যক্ষদর্শী একজন ব্যক্তি বলেন-” মেয়েটি রেলে উঠতে গিয়ে হঠাৎ করে পা পিছলে পড়ে যায় ঠিক সেই সময় স্টেশনে থাকা কর্তব্যরত দুইজন পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলো ওই মেয়েটির বারবার পুলিশের এমন মানবিক মুখ দেখে খুশি আমরা। ধন্যবাদ জানাই ওই দুইজন আরপিএফ কর্মীকে। এনসিসি ক্যাডেট সুদীপ্তা ভৌমিক অবশ্য ভয়ে কাঠ হয়ে যায়। সে ভাবতেই পারনি এইভাবে বিপদের হাত থেকে বেঁচে ফিরবে। আরপিএফের দুজন কর্তব্যরত পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সুদীপ্তা।
আরও পড়ুন : বীমার আওতায় কৃষি ঋণ মুকুব না হওয়ায় পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভ
আরও পড়ুন : ৪৫ দিনের পর আবার ১১ দিন স্কুল ছুটি! প্রতিবাদে মিছিল মেদিনীপুরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Indian Railway
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore