HS Result 2022 : উচ্চ মাধ্যমিকে পশ্চিম মেদিনীপুরে মেয়েদের মধ্যে যুগ্ম প্রথম হয়েছেন রিনি রাউল ও সম্প্রীতি প্রধান। তাঁরা দুজনেই সবং সারদাময়ী উচ্চবিদ্যালয়ের ছাত্রী। প্রাপ্ত নম্বর ৪৯৩। রিনি ইংরেজীতে ৯৬, গনিতে ৯৮, রসায়নে ৯৯, পদার্থবিদ্যায় ১০০, জীববিজ্ঞানে ১০০ পেয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : উচ্চ মাধ্যমিকে পশ্চিম মেদিনীপুরে মেয়েদের মধ্যে যুগ্ম প্রথম হয়েছেন রিনি রাউল ও সম্প্রীতি প্রধান। তাঁরা দুজনেই সবং সারদাময়ী উচ্চবিদ্যালয়ের ছাত্রী। প্রাপ্ত নম্বর ৪৯৩। রিনি ইংরেজীতে ৯৬, গনিতে ৯৮, রসায়নে ৯৯, পদার্থবিদ্যায় ১০০, জীববিজ্ঞানে ১০০ পেয়েছে।
আরও পড়ুন : “মেডিক্যাল ছাড়া ভবিষ্যৎ নিশ্চিত নয়”! মেদিনীপুর শহরের তিন কৃতির ইচ্ছা ডাক্তার হওয়া
তাঁর বাবা বাদল চন্দ্র রাউল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। মা সুস্মিতা রাউল গৃহবধূ। দিনে ৭-৮ ঘন্টা পড়াশুনো করতেন রিনি। এছাড়াও প্রতিটি বিষয়ের উপরে একটি করে তাঁর শিক্ষক ছিল। পড়াশুনো ছাড়া অবসর সময়ে তিনি ফটোগ্রাফি ও গান শুনেই কাটাতেন। রিনি জানান, ” আমি ভবিষ্যতে অনার্সে নিয়ে পড়াশুনো করতে চাই। বাবা যেহেতু শিক্ষক তাই ভবিষ্যতে আমিও শিক্ষিকা হতে চাই। ” টিউশনের শিক্ষকরা আমাকে গত ২ বছরে প্রচুর সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকে সামগ্রিক ফলে টেক্কা পূর্ব মেদিনীপুরের, প্রথম দশে ১২ পড়ুয়া
কোভিড অতিমারিতে স্কুল বন্ধ থাকায়, স্কুলে তেমন যাওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। অপরদিকে সম্প্রীতি পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বাসিন্দা। সে ইংরেজীতে ৯৫, জীববিজ্ঞানে ১০০, গণিতে ১০০, রসায়নে ১০০ ও পদার্থবিদ্যায় ৯৮ পেয়েছে। তাঁর বাবা স্নেহাশিস প্রধান খড়্গপুর এস.ডি.ও অফিসে কর্মরত। মা মৌসুমি প্রধান গৃহবধূ । দিনে মাত্র ৪-৫ ঘন্টা পড়াশুনো করেই এই সাফল্য পেয়েছেন সম্প্রীতি। অবসর সময়ে আঁকা ও গান শুনতে তিনি পছন্দ করেন। ভবিষ্যতে মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর।
আরও পড়ুন : উচ্চমাধ্যমিকে প্রথম দশে পশ্চিম মেদিনীপুরের ৩৫ পড়ুয়া
HS Result 2022
উল্লেখ্য , সবং সারদাময়ী হাইস্কুলের মোট ৭ জন ছাত্রী রাজ্যে সেরা দশের তালিকায় স্থান করে নিয়েছেন। অষ্টম স্থানে রয়েছেন ৩ জন।প্রাপ্ত নম্বর ৪৯১। তাঁরা হলেন রাজর্ষি পাত্র , অন্বেষা ভট্টাচার্য ও অঙ্কিতা মুখার্জী। রাজ্যের মধ্যে নবম স্থানে রয়েছেন এই স্কুলেরই একজন । তিনি হলেন মনিকা বাঁকুড়া(৪৯০)। দশম স্থানে রয়েছেন দেবমিতা পয়রা (৪৮৯)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অদিতিনন্দন রাজ বলেন, “গত ১০ বছর ধরে এই স্কুল মেধার দিক দিয়ে তার ধারাবাহিকতা বজায় রেখে চলেছে।
আরও পড়ুন : উচ্চমাধ্যমিকে পশ্চিম মেদিনীপুরের জয়জয়কার, দ্বিতীয় সায়নদ্বীপ
শুধু উচ্চমাধ্যমিক নয় মাধ্যমিকেও এই বিদ্যালয় নজরকাড়া সাফল্য পেয়েছে। তবে এ বছর যে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা খুব ভালো ফল করবে, তা আমি টেস্ট পরীক্ষার ফলাফল দেখেই আঁচ পেয়েছিলাম। ছাত্রছাত্রীদের ফলাফল দেখে আমি খুবই আনন্দিত।”অপরদিকে মেদিনীপুর শহরে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন স্নিতা ভূ্ঞ্যা। তিনি বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
আরও পড়ুন : মেদিনীপুরে বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের মুকুটে নয়া পালক, পেল ‘NAAC’-এর স্বীকৃতি
তাঁর প্রাপ্ত নম্বর ৪৯০। স্নিতার বিষয়ভিত্তিক নম্বর গুলি হল বাংলায় ৯৪, ইংরেজীতে ৯৬, গণিতে ১০০,রসায়নে ৯৮, পদার্থ বিদ্যায় ৯৯ এব্ং বায়োলজিতে ৯৯। তিনি মেদিনীপুর শহরের রামকৃষ্ণনগরের বাসিন্দা। স্নিতার বাবা সুব্রত ভূ্ঞ্যা ব্যবসায়ী ও মা সুদীপ্তা ভূ্ঞ্যা গৃহবধূ। ভবিষ্যতে ডাক্তার হয়ে গরীবের সেবায় নিয়োজিত হতে চান স্নিতা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
HS Result 2022
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore