Those involved in child marriage could face up to two years in prison or a fine of up to Rs 100,000 or both.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিয়ে বাড়িতে যাওয়ার আগে সাবধান! বাল্যবিবাহের ভুরিভোজে গিয়ে গ্রেফতার হতে পারেন আপনি! বাদ যাবে না কনে সাজানোর বিউটিসিয়ান সহ রাঁধুনি, নাপিত, পুরোহিতরাও। তাই বিয়ে বাড়িতে যাওয়ার আগে অবশ্যই জেনে নিবেন পাত্র পাত্রীর বয়স। বাল্যবিবাহ বন্ধে এবার শুধু মুচলেকা নয়, গ্রেফতারের নির্দেশ নাবালক পাত্র বা নাবালিকা পাত্রীর বাবা-মা, আত্মীয়-স্বজন, আমন্ত্রিত অতিথি, পুরোহিত, নাপিত সহ যারা বিয়েতে জড়িত তাদের সবাইকে। পাত্র সাবালক হলে তাকেও পাঠাতে হবে জেলে।
আরও পড়ুন:- আগামী পঞ্চায়েত ভোটে শালবনীতে বিজেপির দখলে থাকা পঞ্চায়েতগুলি পুনরুদ্ধারে প্রস্তুতি শুরু তৃণমূলের
আরও পড়ুন:- শিক্ষক নিয়োগের দাবিকে সামনে রেখে খড়্গপুর মহকুমা সম্মেলন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির
বাল্যবিবাহের সঙ্গে জড়িতদের হতে পারে দুই বছরের জেল বা এক লক্ষ টাকা জরিমানা বা দুটোই হতে পারে। ইতিমধ্যে প্রতিটি পঞ্চায়েতে একটি করে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা হচ্ছে। বাল্যবিবাহ আসরে উপস্থিত অতিথি, রাঁধুনি, পুরোহিত, নাপিত বা কনে সাজানো বিউটি পার্লারের কর্মীরাও গ্রেপ্তার হবেন, এমনই নির্দেশিকা জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।
Child Marriage
আরও পড়ুন:- শিকার বন্ধের বার্তা দিয়ে পশ্চিম মেদিনীপুরে 40 কিমি সাইকেল যাত্রা বনকর্তাদের
আরও পড়ুন:- ফের সাফল্য খড়্গপুর শহর পুলিশের, ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩ দুষ্কৃতী
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মধ্যক্ষ শ্যামপদ পাত্র বলেন, আমরা রামমোহন ও বিদ্যাসাগরের আদর্শকে মাথায় রেখে জেলাজুড়ে বাল্যবিবাহ রোধ করতে চায়। পঞ্চায়েত স্তর পর্যন্ত বাল্যবিবাহ রোধের প্রচার করা হবে। যারা বাল্যবিবাহের আয়োজন করেছেন বা বিয়েতে সাহায্য করেছেন এমন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অপরাধ আইনের চোখে জামিন অযোগ্য।
আরও পড়ুন:- মেদিনীপুর শহরের উপকণ্ঠে ২৩ একর জমিতে জীব-বৈচিত্র্য পার্ক, উপকৃত হবে পড়ুয়ারা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Child Marriage
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore