Former BJP state secretary’s house vandalized in because of not getting ticket of Kharagpur Municipality Election 2022
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : তৃণমূলের পর এবার বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে টিকিট না পেয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা খড়্গপুর পৌরসভা নির্বাচনের কনভেনার তুষার মুখার্জির বাড়িতে হামলা চালাল বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা । এলাকারই শক্তি কেন্দ্র প্রমুখ সৌমেন দাস স্ত্রীকে টিকিট না দেওয়া সৌমেন দাশ ও তার অনুগামী ও বিক্ষুব্ধ বিজেপির কর্মী-সমর্থকেরা কয়েকজন মহিলা মিলে বিজেপির এই নেতার বাড়িতে ব্যাপক হামলা চালায় ।
আরও পড়ুন:- খড়্গপুরে বিজেপি নেত্রী হয়ে বিজেপি প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান
আরও পড়ুন:- নিষিদ্ধপল্লির যুবতীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মহিষাদলের ছোট্টু, তারিফ সকলেরই
আরও পড়ুন:- কাঁথি পুরসভার বিজেপি প্রার্থী তালিকা, ৩২ বছর পর এই প্রথম অধিকারী পরিবারের কেউ প্রার্থী হলেন না
ভেঙে দেওয়া হয় বাড়ির সামনে থাকা গাড়ি ও বাড়ির কাচ রাতেই ওই বিজেপি নেতা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তদন্ত করে যায় । যদিও ওই নেতা তুষার মুখার্জি জানিয়েছেন শক্তি কেন্দ্র প্রমুখ সৌমেন দাস বিলু আগেই জানিয়ে দিয়েছিল তার স্ত্রীকে টিকিট না দিলে অবস্থা খারাব করে দেবো। মধ্যরাত্রে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর তার বাড়িতে হামলা চলে যদিও ওই নেতা জানিয়েছেন দিলীপ ঘোষের সঙ্গে কথা হয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে কাউকে বরদাস্ত করা যাবে না । এরপর বেলা বাড়তেই বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা পথে নামলেন।
Kharagpur Municipality Election 2022
আরও পড়ুন:- মেদিনীপুর ও খড়্গপুর পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমা দিল তৃণমূল ও নির্দল প্রার্থীরা
আরও পড়ুন:- মেদিনীপুর সদর ব্লকে অলচিকিতে পঠনপাঠনের দাবি, মুখ্যমন্ত্রীকে জানাবেন জুন
আরও পড়ুন:- প্রার্থী নিয়ে অসন্তোষ অব্যাহত, পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের পর এবার ক্ষোভের আঁচ বিজেপিতে ও
দিলীপ ঘোষের খাসতালুক খড়্গপুরে এবার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা । হিরন অনুগামীদের টিকিট থেকে বঞ্চিত করে অন্য অন্য ওয়ার্ড থেকে আসা নেতাদেরকে টিকিট বন্টন করেছে দল এই অভিযোগ তুলে কার্যত বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের । টায়ারে আগুন লাগিয়ে গোল বাজার এলাকায় হিরণময় চট্টোপাধ্যায়ের বিধায়ক অফিসের পাশেই বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির একাধিক নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন । যদিও বিক্ষোভ দেখে দূর থেকে গাড়ি ঘুরিয়ে চলে যান হিরণময় চট্টোপাধ্যায় ।
আরও পড়ুন:- পাড়ায় নয়, ক্লাসরুমে হোক পঠনপাঠন, বিক্ষোভ মেদিনীপুরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Kharagpur Municipality Election 2022
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore