Agricultural land
আরও পড়ুন ঃ–ঝাড়গ্রামে ৩ টি ‘ল্যান্ডমাইন’ উদ্ধার, ফের ছড়াল মাও আতঙ্ক
পত্রিকা প্রতিনিধি:পশ্চিম মেদিনীপুর(Paschim Medinipur) জেলার অন্তর্গত গুড়গুড়িপাল (Gurguripal):থানা এলাকার বহু কৃষি জমি নদী গর্ভে তলিয়ে গেল বন্যায়। দীর্ঘদিন ধরে নদীর পাড় বাঁধানোর দাবি তুললেও কোনো পদক্ষেপ প্রশাসন নেয়নি বলে অভিযোগ। যার ফলে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। জোরালো আন্দোলনেরও হুঁশিয়ারি। গত দু’দিনের বর্ষণে জেলার বিস্তীর্ণ এলাকার রাস্তা জলের তলায়। ভেঙে পড়েছে মাটির বাড়ি। ঘটেছে মৃত্যুর ঘটনাও। পরিস্থিতি ভয়াবহ হতে পারে ভেবে বিভিন্ন জায়গায় খোলা হয়েছে ত্রাণশিবির। জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি মেদিনীপুর সদর ব্লকেও দেখা যায় বন্যার প্রকোপ। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, খোলা হয় ত্রাণ শিবির।
কনকাবতী(Kankabati), মনিদহ(Manidaha), চাঁদড়া(Chandra), ধেড়ুয়ার (Dherua) কয়েকশ বিঘা জমির ফসল জলের তলায়। তার চেয়েও ভয়াবহ কৃষি জমি ধসে পড়ছে নদীতে। কংসাবতী নদীর জল বৃদ্ধি পাওয়ায় নদীগর্ভে চলে যাচ্ছে বিঘার পর বিঘা কৃষিজমি। নদী তীরবর্তী গুড়গুড়িপাল(Gurguripal) , মনিদহ(Manidaha), উপরডাঙ্গা (Upardanga), ভাটপাড়া( Bhatpara), কুন্ডলবনি (Kundalboni) সহ বিভিন্ন এলাকার কৃষি জমি জলের তোড়ে নদী গর্ভে। মাথায় হাত কৃষকদের। নদীর পাড় বাঁধানোর দাবি জানালেও কোন গুরুত্ব প্রশাসন না দেওয়ায় ক্ষোভ তৈরি হচ্ছে এলাকায়। ওই এলাকায় উপার্জনের একমাত্র ভরসা কৃষিকাজ। পঞ্চায়েত সমিতির সদস্য নয়ন দে (Nayan Dey) জানান, ‘এই এলাকার নদী তীরবর্তী কয়েকশ বিঘা কৃষি জমি নদীর জল বৃদ্ধি পাওয়ায় জলের তোড়ে নদীতে চলে যাচ্ছে। বিষয়টি বিডিও- (BDO)কে জানানো হয়েছে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়াও বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ত্রাণশিবিরে আপাতত রাখা হয়েছে। বাড়িগুলি মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন করা হয়েছে বিডিও-র কাছে।’ তবে দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি এলাকাবাসীর। প্রয়োজনে অবরোধ বিক্ষোভের ডাক দেওয়া হতে পারে।
কৃষক ও খেত মজদুর সংগঠনের ( Farmers ‘and farm workers’ organization)পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক প্রভঞ্জন জানা (Pravanjan Jana) জানিয়েছেন, বারে বারে প্রশাসনকে জানালেও নদীর পাড় বাঁধানোর কোনো পদক্ষেপ নেয়নি। কৃষি জমির পাশাপাশি বাড়িও ধসে পড়বে নদীতে। দ্রুত ব্যবস্থা না নিলে মানুষের ক্ষোভের আগুন চারিদিকে ছড়িয়ে পড়বে এবং বৃহৎ আকার ধারণ করবে স্বতস্ফূর্ত গণআন্দোলন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Agricultural land
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore