Catfish
আরও পড়ুন ঃ–চিকিৎসা করাতে এসে আদিবাসী মহিলার শ্লীলতাহানির অভিযোগে বেলপাহাড়ীতে গ্রেফতার জওয়ান
পত্রিকা প্রতিনিধি: প্রবল বর্ষণে (heavy Rain) চারদিকে যখন জল থই থই সেই সময় ধান জমির জমা জলে জাল দিয়ে বিশাল আকৃতির মাগুর মাছ ধরলেন দুই যুবক । মেদিনীপুর সদর (Medinipur Sadar) ব্লকের খয়েরুল্লাচকের (Khairullah) দুই যুবক প্রকাশ মিদ্যা (Prakash Midya) ও অমলেন্দু বিশ্বাস (Amalendu Biswas) জাল দিয়ে মাগুর মাছটি ধরেছেন। যার ওজন প্রায় ১১ কেজি। মাগুর (Walking catfish) মাছটি প্রায় ৪ ফুট লম্বা।বিশালাকৃতির (Giant) মাছ দেখতে ছুটে আসেন এলাকার মানুষ।
পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার মেদিনীপুর শহর ঘেঁষা খয়রুল্লাচকে রয়েছে সেন্ট জোসেফ হাসপাতাল (St. Joseph Hospital)। তার পাশ দিয়েই বয়ে গিয়েছে এমনই একটি মহানালা। সেখান থেকেই মাছটি মিলেছে বলে দাবি এলাকার মানুষের। স্থানীয় মানুষের অনুমান, এই মাছ কোথাও পুকুরে চাষ হয়েছিল। বৃষ্টির জলে পুকুর ভেসে যাওয়ায় তা হয়তো বাইরে চলে এসেছে।প্রকাশ, অমলেন্দু বলেন এত বড় মাছ ধরতে পেরে সত্যিই খুব ভালো লাগছে । এর আগে এত বড় মাছ ধরিনি । তবে ধান জমিতে এত বড় মাছ কী করে বা কোথা থেকে এল, সেটা নিয়ে সকলের কৌতূহল রয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Catfish
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore