Jhargram University
আরও পড়ুন ঃ–নিমেষের মধ্যেই জুড়ে যাবে ভাঙা মোবাইলের স্ক্রিন, সাড়া জাগানো আবিষ্কার ৩ বিজ্ঞানীর
পত্রিকা প্রতিনিধি: ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষে পঠনপাঠন চালু হয়ে যাচ্ছে। প্রথম পর্যায়ে গণিত, সাঁওতালি, সাংবাদিকতা, এডুকেশন বিষয়গুলি স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু করা হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আধিকারিক ও কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত ঝাড়গ্রাম রাজ কলেজের মহিলা শাখার ভবনের চারতলায় উপাচার্যের অফিস করা হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রার, পরীক্ষাসমূহের নিয়ামক, বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারের ঘরের ব্যবস্থা করা হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য দায়িত্ব পেয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক অমিয়কুমার পান্ডা । ঝাড়গ্রাম শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ঝাড়গ্রাম লোধাশুলি রাজ্য সড়কের ধারে জিতুশোল এলাকায় ২৮ একর সরকারি জমিতে বিশ্ববিদ্যালয় গড়ার কাজ চলছে । ২০১৯ সালের ডিসেম্বর মাসে কাজ শুরু হয়েছিল । প্রথম পর্যায়ে প্রায় ১২৫ কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন,ছাত্রাবাস,ছাত্রীনিবাস, তিনটি অ্যাকাডেমিক ব্লক, গ্রন্থাগার ভবন। আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন উপাচার্য ।তিনি এ ও জানিয়েছেন চলতি শিক্ষাবর্ষ থেকে শুরু হয়ে যাবে পঠনপাঠন ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Jhargram University
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore