পত্রিকা প্রতিনিধি:শুরু হয়েছে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভর্তি ফি সম্পূর্ণ মুকুব করতে হবে, এই দাবি তুলে জফলা আদর্শ বিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখাল ছাত্র ছাত্রীরা। গড়ে তুলেছে স্টুডেন্টস স্ট্রাগল কমিটি। পাশে দাঁড়িয়েছে অভিভাবকরাও।
করোনা পরিস্থিতিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভর্তি ফি সম্পূর্ণ মুকুব করতে হবে এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিলাপের টাকা ফেরত দিতে হবে। মূলত এই দুটি দাবি নিয়ে বিদ্যালয় লাগোয়া এলাকায় মিছিল করে প্রধান শিক্ষকের কাছে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের স্বাক্ষর সম্বলিত দাবিপত্র জমা দেন। ওই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী অঙ্কিতা বাঁকুড়া বলেন, প্রধান শিক্ষক মহাশয় একাদশ শ্রেণির ভর্তির ফর্মের জন্য কোনো টাকা লাগবে না বলে জানিয়েছেন এবং বিদ্যালয় পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করে একাদশ শ্রেণীর ভর্তি ফি সংক্রান্ত বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানাবেন। তবে ভর্তি ফি সম্পূর্ণ মুকুব না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ছাত্র ছাত্রীদের।