Security guard
আরও পড়ুন ঃ–জঙ্গল চুরি রুখতে ঝাড়গ্রামের একাধিক এলাকা পরিদর্শনে বনবিভাগ
পত্রিকা প্রতিনিধিঃ রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) দেহরক্ষীর মৃত্যুর তদন্ত নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি ৷ আর পরিস্থিতিতে নিরাপত্তা রক্ষী রহস্যমৃত্যুর ঘটনায় তদন্তে একাধিক বার কাঁথি(Contai) থানা ও শুভেন্দু অধিকারীর(Suvendu Adikhari) বাড়িতে হানা দিয়েছে সিআইডির প্রতিনিধি দল। সেই মতো রবিবার কাঁথি থানায় ফের আসে গোয়েন্দা সংস্থা সিআইডি ৷ আর সেখানে বেশ কয়েকজন’কে ডেকে প্রায় ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের চালানো হয় বলে জানা যাচ্ছে । আর এরপরই শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী সুশান্ত যশ নামের এক ব্যক্তিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করে গোয়েন্দা সংস্থা সিআইডি(CID)।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৪ অক্টোবর সকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৎকালীন রাজ্যের মন্ত্রী(Minister) শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) দেহরক্ষী শুভব্রতর। সেই সময় একটি স্কুলে কর্মরত ছিলেন সুপর্ণা। একটি ফোনে জানতে পারেন তার স্বামী গুলিবিদ্ধ হয়েছেন। কাঁথি(Contai) হাসপাতালে প্রথমে ভর্তি করানো হলেও, শুভব্রত শারীরিক অবস্থার অবনতি ঘটে দ্রুত। তড়িঘড়ি কলকাতা স্থানান্তর করার জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। সুপর্ণার অভিযোগ, স্বামীর মৃত্যুর পর থেকেই নানা রহস্য দানা বাঁধে। কীভাবে গুলি লেগেছিল, তা এখনও পরিষ্কার নয় চক্রবর্তী পরিবারের কাছে। তাঁর প্রশ্ন, একজন মন্ত্রীর বিশ্বস্ত দেহরক্ষী হয়েও কেন অ্যাম্বুলেন্স পেতে দেরি হল? শুক্রবার সকালে এই সমস্ত অভিযোগ নেই কাঁথি থানায় একটি এফআইআর দায়ের করলেন সুপর্ণা।কিন্তু যেহেতু শুভেন্দু অধিকারী প্রভাবশালী ব্যক্তি, আর ওই সময় রাজ্যের মন্ত্রী থাকাকালীন তার প্রভাব ছিল দ্বিগুণ। কিছু বলার মত সাহস জুগিয়ে উঠতে পারেননি। তাছাড়া তিনি প্রায় ৬- ৭ বছর ধরে শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করার সুবাদে কাঁথিতে থাকতেন। তবে সিআইডির প্রতিনিধি দল তদন্তে নেমে শুভব্রতর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী ও তাঁর এক ভাসুর দেবব্রত চক্রবর্তীর সঙ্গে আলাদাভাবে কথাও বলেছিলেন সিআইডির(CID) প্রতিনিধি দল। তবে দেহরক্ষীর রহস্য মৃত্যুর ঘটনা নিয়ে ফের আবারও কাঁথি থানায় তদন্তের সার্থে সিআইডি। আর সেখানে তদন্তের পাশাপাশি বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে তার প্রাক্তন দেহরক্ষীকে আটক করে বলে জানা যাচ্ছে।যদিও এবিষয়ে এখন পর্যন্ত অধিকারী পরিবারের কোনও সদস্যের প্রতিক্রিয়া মেলেনি৷
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Security guard
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore