Land reform
আরও পড়ুন ঃ–স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে আত্মীয়কে ছুরির কোপ স্বামীর, পশ্চিম মেদিনীপুরে চাঞ্চল্য
পত্রিকা প্রতিনিধি: বালি পাচারের সমস্যা মেটাতে লিজ দেওয়া বালি খাদান গুলি চিহ্নিতকরণের কাজ শুরু করল পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা প্রশাসন । বৈধ উপাদানগুলির সীমানা দেখে নিতে শুরু করেছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ৮৬ টি অনুমোদিত বালি খাদান রয়েছে । সেই সমস্ত খাদানগুলির জন্য সীমানা চিহ্নিতকরণের কাজ শুরু করেছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর।
জেলা প্রশাসন সূত্রের খবর, লিজ দেওয়া নির্দিষ্ট জায়গার বাইরে বালি তোলা অবৈধ। শুধু মাত্র নিয়ম মেনেই বালি তোলার নির্দেশ দেওয়া হয়েছে লিজ নেওয়া ব্যবসায়ীদের। উল্লেখ্য, জলসম্পদ দফতরের মন্ত্রী মানস ভূঁইয়া অবৈধ বালি খাদানের বিরুদ্ধে সরব হয়েছিলেন ।ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছিলেন জেলাশাসক। বৈঠকে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমারও। এরপরেই জেলা প্রশাসন অবৈধ খাদানের বিরুদ্ধে অভিযান চালায় । বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পাশাপাশি আটক করা হয় একাধিক গাড়িও । বৈধভাবে বালি তোলার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে নজর রাখতে বলেছিলেন মন্ত্রী। জেলাশাসক রশ্মি কমল মানছেন, “বালি খাদান গুলিতে সীমানা চিহ্নিতকরণ করার কাজ শুরু হয়েছে। বৈধ খাদানগুলির সীমানা দেখে নেওয়া হচ্ছে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Land reform
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore