Containment Zone
আরও পড়ুন ঃ–মেদিনীপুর সদরের ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েত অফিসে বিজেপির প্রবেশ নিষেধ! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পত্রিকা প্রতিনিধি: সিদ্ধান্ত পরিবর্তন। বুধবার নয় বৃহস্পতিবার থেকে খড়গপুর ও মেদিনীপুরের পৌর এলাকায় জারি করা হবে বিধিনিষেধ । মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চাপে পড়ে বিজ্ঞপ্তি বদল এর সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন?
উল্লেখ্য, কিছুক্ষণ আগেই জানানো হয় কাল থেকে ১৪ তারিখ অবধি মাইক্রো কনটেনমেন্ট জোন হিসাবে মেদিনীপুর ও খড়গপুর শহর সহ বিভিন্ন এলাকায় কার্যত ফুল লকডাউন থাকবে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রশ্ন ওঠে কোন প্রচার ছাড়া রাতারাতি এভাবে ফুল লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা কিভাবে হতে পারে? সূত্রের খবর, কোন নেতা এমনকি জনপ্রতিনিধিরাও নাকি বিষয়টি জানতেন না! তাই চাপে পড়ে প্রশাসনের তরফ থেকে অফিশিয়াল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়েছে, বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার থেকে লাগু হবে এই বিধিনিষেধ। তবে এ বিষয়ে এখনও অফিশিয়ালি কোন বিজ্ঞপ্তি জারি হয়নি।
গত কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলাতে তুলনামূলক ভাবে করোনার সংক্রমণ বেড়েই চলেছে রাজ্যের অন্যান্য জেলাগুলির মধ্যে। একাধিক পদ্ধতি অবলম্বন করেও কোনভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের একটি জরুরি বৈঠক হয়। সেখান থেকে নেওয়া সিদ্ধান্ত অনুসারে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে “মেদিনীপুর পৌরসভা এলাকাতে আগামী ১৪ জুলাই পর্যন্ত পূর্ণ লকডাউন থাকবে। জরুরী পরিষেবা ছাড়া সমস্ত বন্ধ থাকবে। বুধবার সকাল থেকে এ বিষয়ে বিস্তারিত মাইকিং করে ঘোষণা করবেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা।”
শুধু পুরসভা এলাকা নয়, বিভিন্ন ব্লকেও রয়েছে একাধিক মাইক্রো কনটেইনমেন্ট জোন। যার মধ্যে সব থেকে বেশি কনটেইনমেন্ট জোন ঘাটাল থানা এলাকায়। তারপরই নারায়ণগড়, বেলদা থানা কেশিয়াড়ির বিভিন্ন এলাকা। এই সব জায়গাতেও চলবে লকডাউন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Containment Zone
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore