Vidyasagar University
আরও পড়ুন ঃ–দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনীত মহিষাদলের সাঁতার কোচ তপন পাণিগ্রাহী
পত্রিকা প্রতিনিধিঃ বিদ্যাসাগর(Vidyasagar) বিশ্ববিদ্যালয়ের(University) নতুন ভারপ্রাপ্ত উপাচার্য(Vice-Chancellor)হিসেবে মঙ্গলবার দায়িত্ব নিচ্ছেন অধ্যাপক শিবাজী প্রতিম বসু(sibaji pratim basu)। তিনি এর আগে বিশ্ববিদ্যালয়ের (University) কলা ও বানিজ্য বিভাগের ডিন ছিলেন। পূর্বতন উপাচার্য অধ্যাপক “রঞ্জন চক্রবর্তী” ফিরে যাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়। তিনি সেই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্ত নন্দী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে শিবাজী প্রতিম বসু(sibaji pratim basu)দায়িত্বভার বুঝে নেবেন। এখন ছ’মাসের জন্য তিনি দায়িত্ব নিচ্ছেন।পরে বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটি সিদ্ধান্ত নেবে। প্রসঙ্গত, ২০১১ সালের নভেম্বর মাসে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রঞ্জনবাবু। পরে ২০১৩ সালে তিনি স্থায়ী উপাচার্য(Vice-Chancellor)হয়ে ছিলেন। চার বছর পর ২০১৭ সালে আবার রঞ্জন বাবুকে ‘এক্সটেনশন’ দেওয়া হয়েছিল। ২০২১ এর জুলাই মাসে দু’বারের এক্সটেনশন এর মেয়াদ পূরণ হয়ে যায়।বিশ্ববিদ্যালয়ের নিয়মে কোনোও উপাচার্য’কে দু’বারের বেশি এক্সটেনশন দেওয়া যায় না। তাই এই বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিতে চলেছেন শিবাজী প্রতিম বসু।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Vidyasagar University
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore