Ration dealer
আরও পড়ুন ঃ–পশ্চিম মেদিনীপুরে গাছ পাচার রুখতে রাতেও নজরদারি বনকর্মীদের, সতর্ক করা হল বন সুরক্ষা কমিটিগুলিকে
পত্রিকা প্রতিনিধি: মৃত ব্যক্তির নামে পাঁচ বছর ধরে রেশন তুলে চলেছেন রেশন ডিলার এমনই বেআইনি অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ঘাটালে (Ghatal)। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রেশন ডিলার ।
জানা গিয়েছে অজবনগর (Ajabnagar) গ্রামের বাসিন্দা গৌর মান্না ২০১৬ সালের ২৫ ডিসেম্বর ৬৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু গৌর বাবুর মৃত্যুর পাঁচ বছর পরেও তার নামে রেশনব্যবস্থা চালু ছিল। পুরো বিষয়টি নজরে আসে এক দেশ এক রেশন ব্যবস্থা আধার কার্ড সংযুক্তিকরণের সময়।যা নিয়ে জেলাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এদিকে গৌরবাবু অবিবাহিত হওয়ায় তাঁর স্ত্রী বা সন্তান নেই। ফলে তার নামে রেশন ব্যবস্থা কীভাবে চালু ছিল কে তার রেশন ভোগ করত তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গৌর মান্নার ভাইপো সুদীপ মান্নার দাবি তাঁর জেঠুর মৃত্যুর ডেথ সার্টিফিকেট নির্দিষ্ট নিয়ম মেনে গ্রাম পঞ্চায়েতসহ রেশন ডিলারকে জমা দেওয়া হয়েছিল । তবুও গৌর বাবুর রেশন ব্যবস্থা বন্ধ না হওয়ায় স্থানীয় রেশন ডিলার মনোরঞ্জন সাহুর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন সুদীপবাবু। অভিযোগ রেশন ডিলার বছরের পর বছর তাঁর জেঠুর রেশন ভোগ করেছেন । সোমবার ঘাটাল মহকুমা খাদ্য সরবরাহ দপ্তরে গোটা বিষয়টি জানিয়ে রেশন ডিলার মনোরঞ্জন সাহুর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি ।যদিও মৃত গৌর মান্নার নামে রেশন ভোগ করার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রেশন ডিলার মনোরঞ্জন সাহু।তাঁর দাবি নিয়ম মেনেই সমস্ত কাজ করেছি । কা বা কারা রেশন তুলতে জানি না । তবে গোটা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন ঘাটাল মহকুমা খাদ্য সরবরাহ দফতরের আধিকারিক ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Ration dealer
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore