Medinipur hospital
আরও পড়ুন ঃ–‘ মমতা বন্দ্যোপাধ্যায় ’ কে পাগল ছাড়া কেউ বিশ্বাস করে না ’, এগরায় এসে মন্তব্য দিলীপের
পত্রিকা প্রতিনিধি: মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃ মা ভবনে আয়াদের জুলুমের অভিযোগ। এর জেরে রোগী ও রোগীর পরিজনরা বিক্ষোভ দেখান হাসপাতালের মাতৃমা ভবনের সামনে। হাসপাতালে কর্মরত পুলিশ কর্মীদের ঘিরে দফায় দফায় চলে বিক্ষোভ।
রোগীর পরিজন অনিল শীল, মনিকা অধিকারীদের অভিযোগ, মাতৃমা ভবনে ভর্তি প্রসূতিদের পরিচর্যার নামে নেওয়া হচ্ছে প্রচুর টাকা। প্রসবের জন্য হাসপাতালে ভর্তি থেকে শুরু করে রোগীর ছুটি পর্যন্ত দফায় দফায় নেওয়া হয় টাকা। বৃহস্পতিবার দুপুরে এক রোগী টাকা না দেওয়ায় দীর্ঘক্ষণ লিফটে আটকে রাখার অভিযোগ প্রকাশ্যে আসার পরই কার্যত ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিজনেরা।
উল্লেখ্য, অতীতেও একাধিকবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃ মা ভবনে উঠেছে আয়াদের জুলুমের অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মাতৃ মা ভবনের সামনে রীতিমতো নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, সরকারিভাবে কোনো আয়াকে অনুমোদন করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তাহলে কীভাবে আয়াদের দৌরাত্ম্য ছড়াচ্ছে ওয়ার্ডের মধ্যে! প্রশ্ন তুলতে শুরু করেছে রোগীর পরিজনেরা। অভিযোগ, আয়াদের দৌরাত্ম্যে পিছনে জড়িত রয়েছে হাসপাতালের কর্মীদের একাংশ। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Medinipur hospital
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore