Digha beach
আরও পড়ুন ঃ–পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
পত্রিকা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘যশ’ (Yaas) ও ভরা কটালের প্রভাবে কয়েকদিন আগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সমুদ্র ও নদী উপকূলবর্তী এলাকাগুলি। আর মধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্ৰস্থ হয়েছিল দিঘা। তবে আজ আবারও অমাবস্যার কটাল। আর তার সঙ্গে রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। ফলে এদিন সকাল থেকে শুরু হয়েছে শুরু হয়েছে জোয়ার ফলে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস।তবে এই নিন্মচাপ মোকাবিলায় প্রশাসন আগে থেকেই প্রস্তুত রয়েছে। তবে এই জলোচ্ছ্বাস বাড়লে সমুদ্রের জল দিঘার রাস্তায় ও বাঁধ ভেঙে যাওয়া গ্ৰামগুলিতে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। তাছাড়া সমুদ্র পাশ্ববর্তী এলাকা জলধা , চাঁদপুর , রাজগোবিন্দপুর , যশীপুর সহ একাধিক এলাকাগুলি ‘যশ'(Yass) -এর তান্ডবে একেবারে জলের তলায় চলে গিয়েছিল। পাশাপাশি বাড়িঘর গুলি একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। ফলে তারা আশ্রয় নিয়েছিলেন ত্রাণ সেন্টার গুলিতে। তবে দিন ১৫ পর তারা যখন নিজেদের বাড়িঘর গোছাতে শুরু করেছে তখনই আবার যদি আবার সমুদ্রের জল গ্ৰামে ঢোকে। তাতে পরিস্থিতি বদলে যেতে পারে বলে আশঙ্কা গ্ৰামবাসীদের। তবে জোয়ারের জল কতটা বাড়ে তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা।
তবে ইতিমধ্যে দিঘা (Digha), মন্দারমণি (Mandarmoni) , শঙ্করপুর (Shankarpur) ও তাজপুর ( Tajpur) -এর বিভিন্ন গ্রাম থেকে মানুষদের নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং চলছে দিঘাজুড়ে। পাশাপাশি মৎস্যজীবীদে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।উপকূল এলাকাতেও জারি হয়েছে বাড়তি সতর্কতা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে ১৪ ই জুন পযর্ন্ত বঙ্গোপসাগরীয় নিম্নচাপের হাত ধরে বাংলায় প্রবেশ করবে বর্ষা। তবে তার আগেই আজকের এই দুর্যোগ সম্পর্কে সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ ভরা কোটাল আরও বেশি বাড়তে পারে দুর্যোগের দাপট। এছাড়াও জানান দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম , উত্তর-দক্ষিণ ২৪ পরগনা ,বীরভূম, জলপাইগুড়ি সহ একাধিক এলাকায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। তাছাড়া ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানানো হয়েছে, মূলত আকাশ থাকবে মেঘলা। বজ্রপাত থেকেও সতর্ক করা হয়েছে মানুষজনকে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Digha beach
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore