Elephant attack
আরও পড়ুন ঃ–পশ্চিম মেদিনীপুরে গাছ কাটা রুখতে জঙ্গল পাহারায় বনকর্মীরা, উদ্ধার একাধিক কাটা গাছ
আরও পড়ুন ঃ–IIT Kharagpur এ নিয়োগ, নেওয়া হবে ১০ জন ট্রেনি
আরও পড়ুন ঃ–পরকীয়ার শাস্তি! দাসপুরে যুগলকে রাতভর বেঁধে রাখল গ্রামবাসী
পত্রিকা প্রতিনিধিঃ চাষ জমিতে নেই ফসল। পেট ভরাতেই একমাত্র ভরসা আম, কাঁঠাল। লোকালয়ে বাড়ি বাড়ি ঘুরে খোঁজ চলছে আম ও কাঁঠাল গাছের। তার সঙ্গে মিলছে কলা গাছেরও। লোকালয়ে হাতির (Elephant) প্রবেশ ঘিরে বাড়ি(House) ভাঙার ঘটনাও পিছু ছাড়ছে না স্থানীয়দের। সম্প্রতি দিনের বেলায় ঝাড়গ্রাম (Jhargram) জেলার বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরতে দেখা গিয়েছে হাতিদের(Elephant)। আম গাছ শুঁড় দিয়ে নাড়িয়ে পড়ে যাওয়া আম কুড়িয়ে খাওয়ার দৃশ্যও উপভোগ করেন স্থানীয়রা। এবার হাতির(Elephant) হানা আইসিডিএস (ICDS) কেন্দ্রে।
মেদিনীপুর(Medinipur) বন(Forest) বিভাগের লালগড় (Lalgarh) রেঞ্জের পডিহাতে প্রায় চল্লিশটি হাতির একটি পাল ডেরা বাঁধে। খাবারের খোঁজে এক গ্রাম থেকে অন্য গ্রাম ঘুরে বেড়াচ্ছে। বৃহস্পতিবার ভোরে ভেঙে ফেলে আইসিডিএস (ICDS) কেন্দ্রের জানালা। স্থানীয় বাসিন্দা সৃজন হাঁসদা বলেন, চালের গন্ধে আইসিডিএস(ICDS) কেন্দ্রের দুটি জানালা ভেঙে চাল খেয়েছে। বেশ কিছুদিন ধরেই লালগড়ে রয়েছে হাতির(Elephant)পাল। এই পালটি বিভিন্ন এলাকায় বাড়ি ভেঙেছে। হাতির পালকে অন্যত্র সরাতে চেষ্টা চালাচ্ছেন বলে বন দফতর সূত্রে খবর।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore