Covid test
আরও পড়ুন ঃ–বিজেপির হাত থেকে পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল
পত্রিকা প্রতিনিধিঃ ঝাড়গ্রাম (Jhargram) জেলায় প্রথম করোনা(Covid) আক্রান্ত হয়েছিলো সাঁকরাইল ব্লকে। জেলার এখানেই একসময় রোগীর সংখ্যা ছিলো সবচেয়ে বেশী। তাই এখানেই জেলার প্রথম ভ্রাম্যমান কোভিড (Covid) টেষ্ট ভ্যান চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সাঁকরাইল (Sankrail) ব্লকে করোনা (Covid) আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশী। কিন্তু টেষ্ট করতে হাসপাতালে আসছেন না অনেকেই। তাই এবার তাদের দুয়ারে পৌছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রোগী কল্যান সমিতি। বুধবার সাঁকরাইল (Sankrail) ব্লকের ভাঙাগড় হাসপাতাল পরিদর্শন গিয়ে এই সিদ্ধান্তের কথা কমিটি’কে জানান গোপীবল্লভপুরের ( gopiballavpur)বিধায়ক ডাঃ (Dr) খগেন্দ্রনাথ মাহাত (Khagrndranath Mahata)।
উল্লেখ্য, করোনা (Covid) সময়কালে সরকারের নির্দেশ সঠিক ভাবে হাসপাতাল (Hospital) গুলি পালন করছে কিনা? অথবা মানুষের স্বাস্থ্য (Helth) ব্যাবস্থা নিয়ে কোনো অভিযোগ আছে কিনা জানতে পর পর তার বিধান সভা এলাকায় হাসপাতাল (Hospital) ও স্বাস্থ্য (Helth) কেন্দ্র গুলিতে পরিদর্শনে যাচ্ছেন তিনি। নিজে দীর্ঘ দিন বিএমওএইচ (BMOH) থাকার দরুন যেখানে যা খামতি চোখে পড়ছে সেই অনুযায়ী তিনি পরামর্শ দিচ্ছেন। তার বক্তব্য, কোনোমূল্যে চিকিৎসা (Helth) পরিষেবায় ফাঁক থাকা চলবে না। মুখ্যমন্ত্রী (Chief Minister) যা নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী প্রতিটা মানুষের কোভিড(Covid) টিকা থেকে শুরু করে স্ব্যস্থ্য(helth) ব্যাবস্থার সমস্ত টাই নিশ্চিত করতে হবে। সেই অনুযায়ী বুধবার ভাঙাগড় হাসপাতালে(Hospital) রোগীকল্যান সমিতির সাথে মিটিং করে হাসপাতালের (Hospital) খামতি গুলো অবিলম্বে পুরনএর তিনি নির্দেশ দেন। সিদ্ধান্তঃ বাড়িতে পৌছে কোভিড(Covid) টেষ্ট করার। ডাক্তার বিধায়কের হঠাৎ করে এই ভিজিট, এবং গোটা হাসপাতাল ঘুরে দেখায় খুশি রোগীর পরিবারের লোকজন। এতে পরিষেবা আরো ভালো হবে বলে মনে করছেন তারা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Covid test
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore