Sand theft
আরও পড়ুন ঃ–‘যশ’-বিধ্বস্ত দিঘা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল
পত্রিকা প্রতিনিধিঃ প্রশাসনের নজরদারি কিংবা পুলিশের (Police) ধরপাকড় যাই থাকুক না কেন তাঁদের চোখে ধুলো দিয়ে লকডাউনের সুযোগে অবৈধ ভাবে চলছে বালি তোলা। কার্যত প্রশাসনের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু অসাধু বালি ব্যবসায়ী পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলার মেদিনীপুর সদর ব্লকের কংসাবতী(Kansabati) নদীর(River) চর থেকে অবাধে লুট করছে বালি। এমনই চিত্র উঠে এসেছে কনকাবতী (Kanakabati) গ্রাম পঞ্চায়েতের লোহাটিকরীতে(Lohatikari)। তবে প্রচন্ড গরমে দুপুরবেলা যখন মানুষ গৃহবন্দি ঠিক সেই সময়টাকে বেছে নিয়েছে এই বালি ব্যবসায়ীরা। দুটি জেসিবি দিয়ে তোলা হচ্ছে বালি। স্থানীয়দের বক্তব্য, এই বালি এক জায়গায় মজুত করে রাতের অন্ধকারে পাচার করছে। কিছুদিন আগে লকডাউনের (Lockdown) মধ্যে বালি তোলায় গুড়গুড়িপাল (Gurguripal)থানার পুলিশ (Police) বেশ কয়েকটি ট্রাক্টর আটক করেছিল। তারপরও চলছে অবৈধ ভাবে বালি তোলা। অবৈধ বালি তোলা আটকাতে ফের অভিযান চালানো হবে বলে প্রশাসন সূত্রে খবর।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Sand theft
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore