Yaas
আরও পড়ুন ঃ–লকডাউনের মধ্যেও কংসাবতী নদী থেকে বালি চুরির অভিযোগ পশ্চিম মেদিনীপুরে
পত্রিকা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘যশ(Yass)’- এর তান্ডবে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুর(East Medinipur)জেলার দিঘা(Digha),শঙ্করপুর(Shankarpur),মান্দারমনি(Mandarmoni), তাজপুর(Tajpur) সহ একাধিক সমুদ্র (Sea) ও নদী(River) উপকূলবর্তী একাধিক এলাকা। তাই ওই সমস্ত এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষতিয়ে দেখতে মঙ্গলবার কলকাতা (Kolkata) থেকে হেলিকপ্টারে করে দিঘা (Digha) আসেন স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry of Home Affairs) যুগ্মসচিবের নেতৃত্বাধীন ৭ সদস্যের কেন্দ্রীয় দল(Central team)। এরমধ্যে শেখ শাহি, অলীকপান্থ দে, রাজীব প্রতাপ দুবে, আর বি কল হেলিকপ্টারে দিঘা(Digha) আসেন। অপরদিকে নরেন্দ্র কুমার, সংযুক্তা কাঞ্জিলাল ও দীপশেখর সিংহল আসেন সড়কপথেবলে জানা যাচ্ছে।
এদিন হেলিপ্যাড ময়দান থেকে প্রতিনিধি দল নিউ দিঘার(Digha) জাহাজ বাড়িতে যায়। সেখানে কিছুক্ষণ বৈঠক সেরে তারপর তাঁরা দিঘা, শঙ্করপুর, তাজপুর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তাঁরা। এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন কাঁথির (Contai SDO) মহকুমাশাসক অদিত্য বিক্রম মোহন ইরানি, রামনগর(Ramnagar) ১ নং ব্লকের সভাপতি শম্পা মহাপাত্র সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা।
এদিন প্রতিনিধিদলের এক সদস্য জানিয়েছেন, এরাজ্যের ‘যশ'(Yass)-এর ক্ষয়ক্ষতি নিয়ে কেন্দ্রের কাছে ইতিমধ্যে যে রিপোর্ট জমা পড়েছে তা পরীক্ষা করে দেখা হবে৷ পাশাপাশি আমরাও বিভিন্ন এলাকায় ঘুরে ক্ষয়ক্ষতির খতিয়ান বোঝার চেষ্টা করব৷ এর পর রাজ্যের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে৷ এতে কিছু সময় লাগবে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর (Chief Minister) স্বপ্নের মতো করে সাজানো হয়েছে দিঘাকে(Digha)। কিন্তু ‘যশ’-এর তান্ডবের পর থেকে তা ধ্বংসের চেহারা নিয়েছে। আর এই অবস্থায় দিঘা(Digha) উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী (Prime Minister) কাছে ১০ হাজার কোটির প্যাকেজ চেয়েছেন এরাজ্যে মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি তিনি সুন্দরবনের উন্নয়নের জন্যও চেয়েছেন প্যাকেজ। আর সে কারনেই কেন্দ্রীয় দল(Central team)ঘুরে দেখছে ক্ষয়ক্ষতির পরিস্থিতি।তবে শেষমেশ কেন্দ্র সরকার কত টাকা দেয় রাজ্য’কে সেদিকেই নজর নবান্নের(Nabanna)। তবে এই পরিস্থিতিতে ‘যশ(Yass) ‘-এর ক্ষতিপূরণ এবং পর্যালোচনা বৈঠক নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে ওঠে। মুখ্যমন্ত্রী (Chief Minister)একাধিকবার অভিযোগ করেন রাজ্যের জন্য পর্যাপ্ত অর্থ কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর(Prime Minister) পর্যালোচনা বৈঠক ঘিরে প্রাক্তন মুখ্য সচিব আলাপন ব্যানার্জিকে নিয়ে কেন্দ্র রাজ্যের তরজা জাতীয় রাজনীতির ইস্যু হয়ে ওঠে। তবে এই আবহে কেন্দ্রীয় প্রতিনিধির দলের রাজ্য সফর নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল(Trinamool) নেতৃত্ব। তবে প্রবল জলোচ্ছ্বাসে রাস্তা ভেঙে গ্রামে ঢুকেছে জল। সরকারি ত্রাণের ভরসাতেই স্থানীয় বাসিন্দারা। আগামী বুধবার অমাবস্যার কটাল। ফলে নতুন করে জলোচ্ছ্বাসের জেরে ফের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Yaas
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore