yass help
আরও পড়ুন ঃ–খেজুরিতে বিজেপি কর্মীর বাড়িতে আগুণ, আক্রান্ত মহিলা, শাসক-বিরোধী চাপান উতোর
পত্রিকা প্রতিনিধি: যশ (Yass) বিধ্বস্ত এলাকায় সরকারি ক্ষতিপূরণ প্রদানের জন্য ফর্ম পূরনের কাজ শুরু হল। পশ্চিম মেদিনীপুর(paschim Medinipur), কেশপুর (Keshpur), ঘাটাল (Ghatal), দাসপুর(Daspur), পিংলা (Pingla), সবং(Sabang), কেশিয়াড়ী(Keshiary), দাঁতন (Dantan), নারায়নগড়(Narayangarh), প্রভৃতি ব্লক গুলিকে চিহ্নিত করা হয়েছে যশের ক্ষয়ক্ষতির জন্য।
কেশপুর ব্লকের (Keshpur block) লক্ষ্মী নারায়ন উচ্চমাধ্যমিক (Laxmi Narayan Higher Secondary School) বিদ্যালয়ে ফর্ম জমা দেওয়ার কেন্দ্র করা হয়েছে । বাসিন্দাদের যার যেমন ক্ষয়ক্ষতি হয়েছে তার খতিয়ান তুলে ধরে ফর্ম পূরণ করতে হচ্ছে। ফর্ম জমা নেওয়ার পর সরকারি কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখবেন। ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী ৪ টি ভাগ করা হয়েছে। সেই মতোই ক্ষতিপূরণ পাবেন ক্ষতিগ্রস্তরা। সোমবার কেশপুরে গিয়ে ফর্ম পূরণের কেন্দ্র ঘুরে দেখেন মন্ত্রী শিউলি সাহা (Minister Siuli saha) ও জেলাশাসক (District Magistrate) রশ্মি কমল (Rashmi komal) সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। গ্রাহকদের সঙ্গে কথা বলেন তাঁরা। মন্ত্রী বলেন,” শুধুমাত্র কেশপুর থেকেই পাঁচ শতাধিক পরিবার (Keshpur) ক্ষতিগ্রস্ত হয়েছে, সকলেই সরকারি ক্ষতিপূরণ পাবেন ।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
yass help
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore