Doctor conflict
আরও পড়ুন ঃ-প্রবল গতিবেগে ধেয়ে আসছে ” Cyclone Yash ” , দীঘাজুড়ে মাইকিং পুলিশের
পত্রিকা প্রতিনিধিঃ করোনা আবহের মাঝে ফের জয়দেব মন্ডল নামের এক চিকিৎসককে হেনস্থা করার অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়্গপুরে। উল্লেখ্য, ৩০ বছর ধরে খড়্গপুর শহরের ইন্দা-কমলা কেবিন এলাকার মানুষদের চিকিৎসা দিয়ে আসছেন এই চিকিৎসক। তবে করোনা মহামারীতে বন্ধ হয়নি তার চিকিৎসা পরিষেবা। আর সে কারনেই প্রতিদিন বিভিন্ন রোগীর চিকিৎসা করাচ্ছেন সরকারি বিধি মেনে। আর এই পরিস্থিতিতে এক মহিলা তার শিশুকে সঙ্গে নিয়ে চিকিৎসা করাতে এসে রোগী ও রোগীর পরিজনদের হেনস্থা ও গালিগালাজ করেন প্রতিবেশী এক আইনজীবী দম্পতি বলে অভিযোগ । এমতাবস্থায় বৃহস্পতিবার তাঁদের রোষের মুখে পড়তে হয়েছে এক ৬ মাসের শিশুকেও! তবে ওই শিশু তার মায়ের কোলে থাকা অবস্থায় রাস্তার উপরে প্রস্রাব করে দেয়। আর তার পরেই ওই চিকিৎসকের প্রতিবেশী মহিলা আইনজীবী এমনভাবে বালতিতে করে জল ছুঁড়ে দেন, তাতে ওই শিশু ও তার বাবা-মা সহ অন্যান্য রোগীরাও ভিজে যায় বলে অভিযোগ চিকিৎসকের । এরপর চিকিৎসক ওই ঘটনার প্রতিবাদ জানানো হলে ওই মহিলা আইনজীবী রীতিমতো অকথ্য ভাষা বলে তেড়ে আসেন! এরপরই খড়গপুর লোকাল থানায় অভিযোগ জানায়। যদিও পুলিশ দুপক্ষের মধ্যে ঘটনাটি মিটিয়ে নেওয়ার কথা বলেন বলে জানা যাচ্ছে।
তবে এবিষয়ে মহিলা আইনজীবী অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওনাদের লক্ষ্য করে জল ছুঁড়িনি। উঠোন ধুয়ে দিতে গিয়ে জল লেগে থাকতে পারে! তবে ওই রোগীদের কোনো দোষ নেই, সব ওই চিকিৎসকের দোষ। চিকিৎসক করোনা বিধি মেনে রোগী দেখছেন না। তাছাড়া বর্তমান করোনা পরিস্থিতিতে তাই ওনাদেরকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে জানা তিনি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Doctor conflict
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore