Cyclone
আরও পড়ুন ঃ-বিপ্লবী সব্যসাচীর খবরের জের, খড়্গপুরে তোলা আদায়ের ঘটনায় ১ কনস্টেবল সহ ৫ সিভিক ভলেন্টিয়ার বহিষ্কার
পত্রিকা প্রতিনিধিঃ আম্ফানের স্মতি এখনও টাটকা, তার মাঝেই আরও এক বিধ্বংসী ঘূর্ণি ঝড় ধেয়ে আসছে বাংলার উপকূলের দিকে। ওমান নাম দিয়েছে ইয়াস। আগামী ২৬ শা মে দিঘা ও পারাদ্বীপের মধ্যবর্তী একটি স্থানে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। ল্যান্ডফল ভয়ঙ্কর হতে পারে। উত্তাল হবে সমুদ্র। আগে থেকেই ঝড়ের আগাম সতর্কতা জারি করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং দিঘা উপকূল থানা ও দিঘা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সৈকত শহর জুড়ে শুরু মাইকিং।
আরও পড়ুন ঃ-দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ছে করোনায় সুস্থতার হার, দুই মেদিনীপুরে একদিনে আক্রান্ত ১৭৫০ , সুস্থ ১৫২৪
যাঁরা গভীর সমুদ্রে গিয়েছেন তাঁদের ফিরে আসার বার্তা দেওয়া হয়েছে । অপরদিকে আগাম সতর্কতা, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে যশ নিয়ে সতর্কতা নিয়ে দিঘায় জরুরি বৈঠকে স্থানীয় বিধায়ক ও মৎস্যমন্ত্রী অখিল গিরি! দিঘার রামনগর ব্লক অফিসে আজ বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি। সেচ দপ্তর, মৎস্য দফতর সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করে আগাম সতর্কতা হিসেবে বিভিন্ন পরিকল্পনা ঠিক করা হয়েছে।
তাছাড়া ফনী এবং আমফানের মতো বড়সড় ঝড়ের অভিজ্ঞতা কাজে লাগিয়েই সবকিছু করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অখিল গিরি জানিয়েছেন। তবে সমুদ্র তীরের বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে বলে তিনি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Cyclone
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore