Bhagwanpur
আরও পড়ুন ঃ-খড়গপুরে কোভিড মোকাবিলায় ” কুইক রেসপন্স টিম ” তৈরি করলেন বিধায়ক
পত্রিকা প্রতিনিধিঃ ভোট মিটলেও হিংসার অন্ত নেই পূর্ব মেদিনীপুরে। রাতের অন্ধকারে তৃণমূল কার্যালয়ে থাকা তৃণমূল নেতাকর্মীদেরকে লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনায় ইতিমধ্যে গুলিবিদ্ধ হয়েছে দ্বারকেশ দাস (৪২) নামের এক তৃণমূল নেতা। তার বাড়ি বাঘাদাঁড়ি এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার এক্তারপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে।
উল্লেখ্য , গতকাল সন্ধ্যা ৭ টা নাগাদ এক্তারপুরের তৃণমূল কার্যালয়ে বসে আড্ডা দিচ্ছিল বেশকয়েকজন নেতাকর্মীরা। ঠিক সেই সময় আচমকাই হেঁড়িয়ার দিক থেকে ৭-৮ টি বাইকে করে বেশকয়েক জন দুষ্কৃতী দলীয় কার্যালয়ের সামনে থেকে এলোপাথাড়ি বোমা ও গুলি চালাতে থাকে বলে অভিযোগ তৃণমূলের। তবে এই ঘটনার পর কার্যালয়ে থাকা দ্বারকেশ দাস নামের এক তৃণমূল নেতার বাম পায়ে গুলি লাগে। এরপর ওই কর্মী দলীয় কার্যালয়ে লুটিয়ে পড়েন। তবে এই ঘটনা আওয়াজ পেয়ে স্থানীয়রা বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর তৃণমূল কর্মীরা জখম কর্মীকে উদ্ধার করে প্রথমে মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। তবে তার শারীরিক অবস্থায় অবনতি হলে তাকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর গভীর রাতে চিকিৎসা জন্য কলকাতায় পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।তবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে ভুপতিনগর থানার বিশাল পুলিশ বাহিনী।
এবিষয়ে ভগবানপুর-২ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শশাঙ্ক জানা বলেন, গতকাল আনুমানিক সন্ধ্যা ৭.১৫ নাগাদ এক্তারপুরের তৃণমূলের কার্যালয়ে বসে কর্মী আড্ডা দিচ্ছিল। ঠিক সেই সময় হেঁড়িয়ার দিক থেকে আচমকাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি বোমা ও গুলি চালাতে থাকে। আর সেই গুলিতে জখম হয় দ্বারকেশ দাস নামের এক কর্মীরা। তবে এই ঘটনার পর তাকে মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। তবে তার শারীরিক অবস্থায় অবনতি হলে তাকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর গভীর রাতে চিকিৎসা জন্য কলকাতায় পাঠানো হয়েছে ।তবে ঘটনার ঘন্টাখানেকের মধ্যে খেজুরী থানার বজবজিয়া এলাকা থেকে ৩ দুষ্কৃতীদের বাইক সমেত আটক করে। এরপর ঘটনার খবর পেয়ে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
যদিও তৃণমূলের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতা প্রশান্ত পন্ডা বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোন কর্মী যুক্ত নয়। তাছাড়া পুলিশ প্রশাসন প্রকৃত তদন্ত করে দেখুক। ঘটনা যদি সত্যি হয় পুলিশ তার ব্যবস্থা গ্রহণ করুক। কিন্তু মিথ্যা মামলায় ইতিমধ্যে আরো বেশ কয়েকজনকে পুলিশ আটক করছে। তাই এই ঘটনার বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যে ৩ জন অভিযুক্তকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনের বাড়ি ভূপতিনগর থানার বাঘাদাঁড়ি ও অপরদের বাড়ি এক্তারপুর এলাকায়। তবে গোটা ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bhagwanpur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore