Clashes
আরও পড়ুন ঃ-ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হচ্ছে করোনা ওয়ার্ড
পত্রিকা প্রতিনিধিঃ পরিবারের সদস্য করোনায় আক্রান্ত, তাই এই পরিস্থিতিতে পরিবারের অন্য কোন সদস্যদের বাড়ির বাইরে বেরোনো চলবেনা। আর এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ,চলল বাড়ি ভাঙচুর ঘটনায় আহত ৩, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের পাইকপাড়া গ্রামে । উল্লেখ্য, ওই গ্রামের সহাদেব ধাড়া পেশায় গ্রামীণ চিকিত্সক, সহদেব ধাড়ার পরিবারের দুই সদস্যের কয়েকদিন আগেই করোনা উপসর্গ দেখা দেয় বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তাই সহদের গ্রামীণ চিকিত্সক বাড়ি থেকে চিকিত্সা কেন্দ্রে যাওয়াকে নিয়ে চরম উত্তেজনা।
অভিযোগ, তিনি মহাদেব কে বাড়ির বাইরে বেরোনোর বাধা দিতেই মহাদেবের পরিবারের সদস্যরা তার পরিবারের উপর চড়াও হয়। বাড়ি ভাঙচুর করে, এমনকি বিশ্বনাথের পরিবারের এক মহিলার হাত ও পা মেরে ফাটিয়ে দেওয়া হয।আর সহদেবের অভিযোগ সোমবার ও মঙ্গলবার সকালে দফায় দফায় তাদের পরিবারের উপর হামলা চালায় বিশ্বনাথ পালুই ও স্থানীয় শাসক দলের নেতৃত্ব।এমনকি তাদের বাড়ি ভাঙচুর করা হয়, কেটে দেয়া হয় জলের লাইন, বিদ্যুত্ সংযোগ, কেবিল কানেকশন।ঘটনায় এলাকায় অগ্নিগর্ভ ধারণ করে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা থানার বিশাল পুলিশবাহিনী। এই ঘটনায় উভয় পক্ষই চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে,পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে চন্দ্রকোনা থানার পুলিশ।
যোদিও অভিযুক্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। আর এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Clashes
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore