COVID news
আরও পড়ুন ঃ–মেদিনীপুরে No mask No sale, অভিনব বার্তা জেলা পুলিশের
পত্রিকা প্রতিনিধিঃ গোটা দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্যেও বেড়ে চলেছে করোনা সংক্রমণ। সরকারি তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় এরাজ্যের দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৫৬ জন এবং সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে কয়েকজনের। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬১ জন , পূর্ব মেদিনীপুর জেলায় করোনা আক্রান্ত ৯১ ও ঝাড়গ্রামে করোনা আক্রান্ত ৪ জন বলে জানা যাচ্ছে। তবে রাজ্যের পাশাপাশি জেলাও করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়তে থাকায় চিন্তিত স্বাস্থ্য দপ্তর।
উল্লেখ্য, স্বাস্থ্য দপ্তরের তরফে এ রাজ্যের নাগরিকদের মধ্যে আরটিপিসিআর পরীক্ষার বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে । তাছাড়া জনবহুল এলাকায় অযথা ভিড় দেখলেই জারি করা হবে নিষেধাজ্ঞা। করোনা নিয়ে সচেতনতা বাড়াতে লাগাতার প্রচার চালিয়ে যাওয়া হবে। রাজ্যের যে সমস্ত জেলায় ভোটপর্ব মিটে গেছে সেখানে করোনা সচেতনতা আরো বাড়িয়ে তুলতে হবে।
করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার করা হলেও সাধারণ মানুষের মধ্যে অনেক ক্ষেত্রেই করোনা নিয়ে বিন্দুমাত্র সচেতনতা দেখা যাচ্ছে না। মাস্ক পরার কথা বলা হলেও অনেকেই তা মানছেন না। অযথা ভিড় করতে বারণ করা হলেও সেটাও মানছেন না। শারীরিক দূরত্ব এবং সামাজিক দূরত্ব মানাছেন না কেউই। যা নিয়ে চিকিৎসকরা শঙ্কা প্রকাশ করছেন। এখনও যদি সচেতন না হয় নাগরিকরা সেক্ষেত্রে করোনায় দ্বিতীয় ঢেউ আরও ভয়ানক রূপ ধারণ করবে রাজ্যে। তাহলে কি আবারও জারি হতে পারে লকডাউন? আর সেই জল্পনা এখন সাধারণ মানুষের অন্দরে। এখন দেখার করোনা সংক্রমণ অতি মাত্রায় বাড়লে কোন পথে হাঁটে রাজ্য।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
COVID news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore