পত্রিকা প্রতিনিধিঃ শহরে বাড়ছে গাড়ির সংখ্যা। এ ছাড়া বেড়েছে অফিসও। বেড়েছে কর্ম সংস্থানের সুযোগ। ফলে প্রতিদিন যানজট বাড়ছে খড়গপুর ও মেদিনীপুরের সংযোগকারী মোহনপুর ব্রীজে। আর এই ঘটনার জেরে ভোগান্তিতে নিত্যযাত্রীরা। তবে এই যানজটের জেরে কয়েক ঘন্টা ধরে ব্রীজে উপর দাঁড়িয়ে থাকতে হয় নিত্যযাত্রী সহ রোগী ভর্তি একাধিক অ্যাম্বুলেন্সকেও।
সামান্য দূরত্ব এগোতেও কেটে যেতে থাকে দীর্ঘ সময়। তবে পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা যানজট কাটিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানা যাচ্ছে। তবে এই অবস্থায় সেতু বানানো হলে যানজট মোকাবিলা অনেক সহজ হবে বলে মত গণ পরিবহন বিশেষজ্ঞদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সবসময় এই ব্রীজে ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করছে। বিভিন্ন কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে। এর মধ্যে ব্রীজের ওপর মাত্রাতিরিক্ত যানবাহনের চাপ, গাড়ি চালকদের মধ্যে পরস্পরকে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা, অনিয়ন্ত্রিত ও উল্টোপথে গাড়ি চালানো সহ একাধিক কারণেই এই যানজটের সৃষ্টি হচ্ছে। তবে, এ যানজট খুব শিগগির নিরসন করা হবে জানান তিনি।’
অপরদিকে একজন নিত্যযাত্রী বলেন,
মোহনপুর ব্রীজ পেরিয়ে খড়গপুর পৌছাতে ১০ মিনিট সময় লাগে। কিন্তু, সম্প্রতি সময়ে ব্রীজের মুখে এসে দীর্ঘ এক দু-ঘন্টা যানজটে আটকে থাকতে হচ্ছে। তাছাড়া পুলিশ প্রশাসন এর সঠিক ব্যবস্থা গ্রহণ করলে এই যানজট পরবর্তী সময়ে নিরসন হবে বলে মনে করেন তারা’।