পত্রিকা প্রতিনিধিঃ বেহাল মোহনপুর ব্রীজের উপর পণ্যবাহী ট্রাক বিকল হওয়ায় যানজটে নাজেহাল সাধারণ মানুষ। ঘটনাটি ঘটে শনিবার বিকেল ৫ টা নাগাদ খড়গপুর – মেদিনীপুরের সংযোগে সংযোগকারী মোহনপুর ব্রীজে। জানা গিয়েছে, এদিন বিকেলে একটি পণ্যবাহী ট্রাক খড়গপুর থেকে মেদিনীপুরে প্রবেশ করার সময় হঠাৎই মোহনপুর ব্রীজের উপর যান্ত্রিকত্রুটির কারনে বিকল হয়ে পড়ে।
আর এই ঘটনার জেরে খড়গপুর ও মেদিনীপুরের নিত্যযাত্রী সহ একাধিক অ্যাম্বুল্যান্স ভোগান্তির সম্মুখীন হয়। তবে ঘন্টাখানেকের মধ্যে স্থানীয় বাসিন্দা ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় পণ্যবাহী ট্রাকটিকে অন্যত্র সরিয়ে ব্রীজে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
বিকল ট্রাক চালক ও স্থানীয় লোকজনদের দাবি, রাস্তা ও সেতুর বেহাল দশার কারণে মাঝে মধ্যে ট্রাক বা অন্যান্য গাড়ির যন্ত্রাংশ ভেঙে যানজট তৈরি হয়। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বার বার সেতু ও রাস্তা সারানোর দাবি জানিয়েও কোনও লাভ হয়নি। পূর্ত দফতরের দাবি, ‘‘ওভারলোডের কারণেই রাস্তা ও সেতু নষ্ট হয়ে যাচ্ছে।’’