আরও পড়ুন ঃ–ভগবানপুরে গভীর রাতে খড়ের গাদা ও পান বরোজে আগুন
পত্রিকা প্রতিনিধিঃ বঙ্গে দ্বিতীয় দফা ভোটের শেষে পুকুর থেকে উদ্ধার হল বোমা তৈরির সরঞ্জাম। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী থানার রামচক এলাকায়। জানা গিয়েছে , গোপন সূত্রে খবর পেয়ে বিজেপি কর্মী নারায়ণয় হাজরা’র বাড়ির পুকুর থেকে ব্যাগ ভর্তি বোমা তৈরির মশলা সহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার হয়। তবে এই ঘটনার খবর পেয়ে খেজুরী থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। এরপর পুলিশের আশ্বাসে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে । তারপর পুলিশ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এই ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
এবিষয়ে খেজুরী বিধানসভার প্রার্থী ডঃ পার্থ প্রতিম দাস বলেন, নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই বিজেপির কর্মীরা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার উদ্দেশ্যে বোমা তৈরির সরঞ্জাম মজুদ রেখেছিল। তবে এই ঘটনাটি জানাজানি হওয়ার পর ওরা পুকুরের কাছে ব্যাগটি রেখে আসে। তবে এ ঘটনায় পুলিশ প্রশাসনকে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছি। তবে তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করে কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস দলুই বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপি কোনো কর্মী যুক্ত নয়। তৃণমূলের কর্মীরা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য বোমা তৈরির মশলা মজুদ করে ছিল।
কিন্তু তারা এখন বিজেপি কর্মীদের উপর দোষ চাপাচ্ছে। তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে এমনি জানতে পেরে তারা এই ঘটনা পরিকল্পনা করে ঘটনা ঘটাচ্ছে। এ বিষয়ে খেজুরি থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান বলেন, পুকুরের পাশে কে বা কারা ওই বোমা তৈরীর মশলা ও সরঞ্জাম রেখেছিল তা জানা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় তদন্তে শুরু হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Demonstration
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore