Train accident
আরও পড়ুন ঃ–কেশিয়াড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ১
আরও পড়ুন ঃ–নারায়ণগড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৪, আহত ৮
পত্রিকা প্রতিনিধিঃ সাতসকালে রেলে কাটা পড়ে মৃত্যু হল বাপি নায়েক, নৃপেন পাল ও মানিক মন্ডল নামের ৩ জন রেল কর্মীর। আহত আরও ১ জন। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডুঁয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও কাজে আসেন ওই ৩ জন রেল কর্মী । এরপর শনিবার সকালে ডুঁয়া ও বালিচক স্টেশনের মাঝে রেল লাইনে কাজ চলছিল। তবে কোন ভাবে সেই লাইনে হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী একটি ফলকনামা এক্সপ্রেস চলে আসে। তবে দুর্ঘটনাস্থরা ওই সময় লাইন থেকে সরে আসার সময় পাননি । আর তখনই দ্রুতগতির রেলে কাটা পড়ে মৃত্যু হয় তাদের। এই ঘটনা দেখতে পেয়ে রেল পুলিশ ও স্থানীয়রা ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে এই ঘটনার খবর পেয়ে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ গুলিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। আর এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমেছে। তাছাড়া লাইনে কাজ চলার সময় কিভাবে ওই লাইনে দ্রুত গতির ট্রেন চলে আসে তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।
রেল সূত্রে খবর , মৃত ৩ রেল কর্মীরা হলেন নৃপেন পাল ও বাপি নায়েক । তাদের বাড়ি খড়গপুরের কৌশল্যা ও বুলবুল চটি এলাকায়। অপর জন হলেন মানিক মন্ডল । তার বাড়ি ডেবর এলাকায়। তবে আহত ওই কর্মীর নাম কিষণ বেসরা, তার বাড়ি রাধামোহনপুর এলাকায়। তবে এই ঘটনাটি নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ বলে জানা যাচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Train accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore