Home » আজ দোল পূর্ণিমা বা বসন্ত উৎসব

আজ দোল পূর্ণিমা বা বসন্ত উৎসব

by Biplabi Sabyasachi
0 comments

Dol

আরও পড়ুন ঃভোট শুরুর পরেই শালবনীতে আক্রান্ত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ

পত্রিকা প্রতিনিধি : আজ রবিবার, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব ।দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। ভারতের হোলি উৎসবকে মূলত এদেশে দোলযাত্রা বলে পরিচিত এ উৎসবের আরেক নাম বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা উদযাপিত হয় ।

বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাঁধা কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এ সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন ।হোলিতে ন্যাড়া পুড়িয়ে রঙের উৎসবের সূচনা হয় দলের আগেও এ রকমভাবেই ন্যাড়া পড়ার আয়োজন করা হয় বলা হয় ওই অগ্নিস্তূপের সমস্ত অশুভর আহুতি দেওয়া হয় হোলি উৎসবে নেপথ্যে রয়েছেন শ্রীকৃষ্ণ ও প্রহল্লাদ।দোল পূর্ণিমা হিন্দুধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয় কথা পালন হয় বসন্ত উৎসব তো কোথাও রাধাকৃষ্ণের বিশেষ পুজো জেনে নিন বাংলার কোন স্থানগুলো এই উৎসবের জন্য বিশেষভাবে পরিচিত ।

Group of Indian children playing happy holi in Rajasthan, India. Indian children keeping their hands up and showing colorful powders. Holi, the festival of colors, is a religious festival in India, celebrated, with the color powders, during the spring.


শান্তিনিকেতন: শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন। তাই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই । সমগ্র শান্তিনিকেতন বাসী তো বটেই সেইসঙ্গে বিশেষ উৎসব হয় কবিগুরুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ।
নবদ্বীপ: হোলির দিনই শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মতিথি বলে জানা যায় ।বিশেষ উৎসব পালিত হয় হিন্দু বঙ্গসমাজে । সর্বত্র শ্রীচৈতন্য মহাপ্রভুর রাধা কৃষ্ণের পুজো করা হয় । বিশেষত বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেজন্যই নবদ্বীপের আয়োজন করা হয় বিশেষ দোল উৎসবে ।.
মায়াপুর: পবিত্র মায়াপুরের ইসকনের মন্দিরে দেশ বিদেশের থেকে লোকেরা আসেন দোল উৎসবে । প্রায় এক মাস আগে থেকে চলে এখানে প্রস্তুতি । কৃষ্ণপ্রেমী বিদেশিরাও রঙের উৎসবে সামিল হন আনন্দ নিষ্ঠার সঙ্গে ।
এই স্থানগুলো ছাড়াও পশ্চিম বাংলার আরও বিভিন্ন স্থানে সকলে বিশেষভাবে উদযাপন করেন দোলযাত্রা বা বসন্ত উৎসব । দোল উপলক্ষে শ্রীকৃষ্ণ জন্মভূমি হিসেবে পরিচিত মথুরা ও রাধার জন্মস্থান বৃন্দাবনে প্রায় ষোল দিন ধরে বিশ্বের উৎসব পালিত হয় । সেই সঙ্গে দেশব্যাপী আরও একাধিক স্থানে সকলে মেতে ওঠেন রঙের উৎসবে ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Dol

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.