আরও পড়ুন ঃ–আলুর উপযুক্ত মূল্য না পেয়ে গোয়ালতোড়ে আত্মহত্যা করল চাষী
পত্রিকা প্রতিনিধিঃ বিজেপির সভায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সদ্য ভারতীয় জনতা পার্টিতে আগত কাঁথির তৃণমূল কংগ্রেসের প্রবীণ সংসদ শিশির অধিকারী। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথির বিধানসভার বাথুয়ারী গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থী সুমিতা সিনহা সমর্থনে একটি জনসভা করতে যান তিনি ।
এরপর বিজেপি প্রার্থীর জনসভা শেষ করে বেরিয়ে আসা সময় কাঁথির সাংসদ শিশির অধিকারীর উদ্দেশ্যে কটুক্তি কথা বলতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল কর্মীরা কটাক্ষ করে শিশিরবাবু উদ্দেশ্য বলেন, শিশিরবাবু চিটিংবাজ। লুটে খেলি, ভোটের সময় পালটি খেলি, শিশিরবাবু চিটিংবাজ৷ তৃণমূলের লুটে খেলি, ভোটের সময় পালটে গেলি, শিশিরবাবু চিটিংবাজ। তবে এই ঘটনার পর তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে এগরা থানা পুলিশ।
পাশাপাশি ঘটনাস্থলে আসে পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে কড়া নিরাপত্তার মধ্যে শিশির অধিকারী ঘটনারস্থল থেকে বেরিয়ে আসেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিশির অধিকারী বলেন, সকাল থেকে মদ খেয়ে একশ্রেণির ছেলে এলাকায় অশান্তি তৈরি করছে৷ এটা জানা উচিত, এই জীবনে আমি বহু সমস্যার সম্মুখীন হয়েছি। সব নাম-ছবি তুলে নিয়েছি। সমস্ত অভিযোগ জানাব।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Nandigram
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore