পত্রিকা প্রতিনিধিঃ একুশের নির্বাচনে বিজেপি প্রার্থীদের জেতাতে হেভিওয়েট নেতাদের আগমণ শুরু হয়েছে বাংলায় । কোথায় অমিত শাহ – যোগী , কোথায় বা স্মৃতি ইরানি ও নীতিন গডকড়ী। তবে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার বিজেপির প্রার্থী অরুপ দাশের সমর্থনে এগরা ঝাটুলাল হাইস্কুল মাঠে প্রচারে এলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ী ও বিজেপির রাজ্য নেতৃত্ব রাজীব বন্দ্যোপাধ্যায়।
এদিন জনসভা থেকে তৃণমূল সরকার’কে নিশানা করে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ী বলেন, বাংলার ২১শে এই নির্বাচন দেশ ও বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নির্বাচন। তাছাড়া বাংলা মানুষ পরিবর্তন চায়,তাই তারা রাজ্য তৈরি হওয়ার পর বাংলার সাধারণ মানুষ কংগ্রেস, সিপিএম ও তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছে কিন্তু বাংলায় কোনো উন্নয়ন হয়নি। তাই বাংলার উন্নয়ন করার জন্য একটাই উপায় ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনা। তাছাড়া বাংলার মানুষ পরিবর্তন চায়, তারা বুঝে গিয়েছে এবার এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে এবং বাংলার পরিবর্তন হবে। এখন কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, তাই বাংলার উন্নয়ন করার জন্য কেন্দ্র বিভিন্ন উদ্যোগ নিয়েছে কিন্তু তা সম্ভব হয়নি। এখন তৃণমূলের খেলা শেষ, এবার বিজেপির খেলা শুরু হয়ে গিয়েছে। বাংলায় বিজেপির জয়লাভ হবে, বিজেপি সরকার আসবে এবং উন্নয়ন হবে। তিনি আরও বলেন , আমি যখন জাহাজ মন্ত্রী ছিলাম তখন বারবার আমি হলদিয়া আসতাম । তখন তাজপুরে বন্দর তৈরি হওয়ার কথা হচ্ছিল। আর তখন যদি বন্দর তৈরি হত তাহলে আজ বাংলার লক্ষাধিক মানুষ কর্মসংস্থান পেতেন। কিন্তু বাংলার সরকারের সহযোগিতা তা পাওয়ায় আজও বন্দর গড়ে উঠেনি।
অপরদিকে বিজেপি নেতা রাজীব বন্দোপাধ্যায় বলেন, যখন আমি আমার কাজ নিয়ে পূর্ব মেদিনীপুরে আসতাম, আমি বারবার বলতাম এই মাটিকে আমি সম্মান জানাই প্রনাম জানাই। তাছাড়া স্বাধীনতা আন্দোলনে সব থেকে বেশি যে জেলার গুরুত্ব ছিল সেই জেলা ছিল অবিভক্ত মেদিনীপুর। আর এই জেলা থেকে আন্দোলন হয়েছিল। আর এই জেলা থেকে আগামীদিনে তৃণমূল কংগ্রেস উৎক্ষাত হবে পাশাপাশি এই জেলা থেকে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী পরাজিত হবেন। তৃণমূল নেতারা খেলা হবে হবে করছেন কত খেলা দেখাবে দেখাও। তাছাড়া রাজনীতি কোনো খেলার ময়দান নয় , যারা খেলার ময়দান ভাবছেন তারা বুঝে গিয়েছেন সাধারণ মানুষের সমর্থন তাদের সাথে আর নেই। তাদের পায়ের তলার মাটি আলগা হয়ে গিয়েছে।আর সে কারণে আজ তারা বলছে খেলা হবে খেলা হবে।
অপরদিকে এদিন রামনগর বিধানসভার বিজেপি প্রার্থী স্বদেশ রঞ্জন নায়েকের সমর্থনেও প্রচার করেন তারা। আর এরই পাশাপাশি একুশের বিধানসভা নির্বাচনে বাংলার উন্নয়ন এবং আর নয় অন্যায় স্লোগানকে সামনে রেখে আপনারা সকলে এগরার বিধানসভার বিজেপির প্রার্থী অরুপ দাশ ও রামনগর বিধানসভার বিজেপি প্রার্থী স্বদেশ রঞ্জন নায়ক কে পদ্মফুল চিহ্নে বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন করেন নীতিন ও রাজীব ।