Bharatiya Janata Party
আরও পড়ুন ঃ–কাঁথিতে মোদীর জনসভা ২৪ মার্চ
পত্রিকা প্রতিনিধিঃ ২১ শে ভোটে বাংলা বিজয় নিশ্চিত! এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আর তাই দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের জোরকদমে ভোটের প্রচারে নেমে পড়ার নির্দেশও দিয়েছেন ইতিমধ্যে। তবে নির্বাচনের মুখে বাংলায় ফের পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল রবিবার খড়গপুরে রোড শো করার কথা তাঁর। আর সেই রোড শোয়ের মধ্যদিয়ে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন তিনি।
আর পরের দিন ঝাড়গ্রাম ও রানিবাঁধে সভা করবেন প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে একাধিক কর্মসূচির পাশাপাশি একটি রোড শো করার কথা রয়েছে তাঁর। খড়গপুরে ভোটগ্রহণ দ্বিতীয় দফায় ১ এপ্রিল। যদিও প্রার্থী হিরণ নিজে প্রচার শুরু করেছেন পুরোদমে। উল্লেখ্য, খড়গপুরে এবার বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ। এদিকে, রবিবারই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল। আবার, ওই দিনই নন্দীগ্রাম দিবস। তবে সেদিন সোনার বাংলা গড়ার লক্ষ্যে এবার ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। তবে প্রচারে ঝড় তুলতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আগামী ১৮, ২০, ২২ এবং ২৪ মার্চ রাজ্যে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জানা গিয়েছে, আগামী ৩ এপ্রিল হাওড়া গ্রামীণ এলাকায় তিনি প্রচারে আসবেন। সেখানে তাঁর একটি জনসভা করার কথা রয়েছে। এখনও পর্যন্ত পুরুলিয়া, খড়গপুর এবং কাঁথিতে জনসভা করার কথা রয়েছে।
প্রসঙ্গত, ব্রিগেডের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণের শুরুতেই নরেন্দ্র মোদী বলেন, ‘সারা জীবনে কয়েকশো সভা করেছি কিন্তু এত বড় রাজনৈতিক সভা আগে দেখিনি। এই সভা সফল করার জন্য বাংলা তথা কলকাতার ভাই-বোনদের প্রণাম। আজই মনে হচ্ছে ২ মে সবাই আসল পরিবর্তন দেখতে এসেছেন।’ তবে এই লড়াইয়ের জমি যে বিজেপি ছাড়তে নারাজ সেটা অমিত শাহের রোড শো প্রমাণ করছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bharatiya Janata Party
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore