পত্রিকা প্রতিনিধিঃ ২১ শে বিধানসভা নির্বাচনে এরাজ্যের আরও দুটি কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি নেতৃত্ব। আর ওই তালিকায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সদর কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন টলিউডের অভিনেতা হিরণ চ্যাটার্জি। তবে প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার আগে থেকেই এই কেন্দ্র থেকেই প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের।
তবে কিন্তু সেই দীর্ঘ জল্পনায় ইতিমধ্যে জল ঢেলে অভিনেতা হিরণকে প্রার্থী হিসেবে ঘোষণা করল গেরুয়া শিবির। উল্লেখ্য, ২০১৬-র ভোটে খড়্গপুর সদরে বিজেপি প্রার্থী হিসেবে জিতেছিলেন দিলীপ ঘোষ। হারিয়েছিলেন দীর্ঘদিনের বিধায়ক তথা বর্ষীয়ান রাজনীতিক কংগ্রেসের জ্ঞান সিং সোহনপালকে।
যাঁকে রেল শহর চাচা নামেই চিনত। কিন্তু উনিশের ভোটে মেদিনীপুর লোকসভায় দিলীপ ঘোষকে প্রার্থী করে বিজেপি। সেই ভোটে জিতে এখন তিনি সাংসদ। তবে দিলীপবাবুর আসনে উপনির্বাচনে জয় পায় তৃণমূলের প্রদীপ সরকার। সেই উপনির্বাচনে তৃণমূলের জয়ের অন্যতম কাণ্ডারী ছিলেন প্রদীপ সরকার। হিরণ কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। একটা সময় তিনি ছিলেন যুব তৃণমূলের রাজ্য কমিটির নেতা। অন্যতম সাধারণ সম্পাদক পদে ছিলেন। তবে ২০২০ সালের ২৩ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূল সভাপতি হিসেবে যে তালিকা প্রকাশ করেছিলেন তাতে ছিল না হিরণের নাম। এই ভোটের আগে খড়্গপুরের প্রার্থী নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছে বিজেপি। তবে ওই কেন্দ্রে থাকা খড়গপুর পুরসভার প্রশাসক তথা তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার’কে পরাজিত করে কি হিরণ গেরুয়া শিবিরে জয় আনতে পারবে কি না , সেটাই এখন দেখার ।